হাসিনা সরকার পতনের জের, বাংলাদেশি ছবি থেকে বাদ ঋতুপর্ণা, জায়গা নিলেন শ্রীলেখা!

বাংলাহান্ট ডেস্ক : সংবাদ শিরোনামে এখন শুধুই বাংলাদেশ (Bangladesh)। ওপার বাংলার উত্তপ্ত পরিস্থিতির জেরে গোটা বিশ্বের নজর এখন ইউনূস সরকারের উপরে আবদ্ধ। এমতাবস্থায় বাংলাদেশের বিনোদুনিয়া থেকে এল আরেক বড় খবর। বাংলাদেশি (Bangladesh) ছবি থেকে বাদ পড়ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁর পরিবর্তে ছবিতে আসছেন টলিপাড়ার আরেক নায়িকা শ্রীলেখা মিত্র।

বাংলাদেশি (Bangladesh) ছবি থেকে বাদ ঋতুপর্ণা

রাশিদ পলাশ পরিচালিত ‘তরী’ ছবিতে অভিনয়ের কথা ছিল ঋতুপর্ণার। গত জুলাই মাসেই এই ছবির কথা ঘোষণা করেছিলেন পরিচালক। ইতিমধ্যেই ছবির প্রথম দফার শুটিং মিটেছে। শুরু হতে চলেছে দ্বিতীয় দফার শুটিং। কিন্তু তার আগেই চমক। রবিবার বাংলাদেশের (Bangladesh) সংবাদ মাধ্যমের কাছে ছবির নায়িকা বদলের খবর নিশ্চিত করে পরিচালক রাশিদ পলাশ জানিয়েছেন, এই ছবিতে ঋতুপর্ণার বদলে আসছেন শ্রীলেখা।

Sreelekha Mitra replaced rituparna sengupta in Bangladesh film

শ্রীলেখার সঙ্গে আলোচনা চূড়ান্ত: বাংলাদেশের (Bangladesh) সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি কলকাতায় এসেছিলেন পরিচালক। ছবির বিষয়ে শ্রীলেখার সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করতেই তাঁর এপার বাংলায় আসা বলেও জানিয়েছেন তিনি। ছবির বিষয়ে পরিচালক জানিয়েছেন, ঋতুপর্ণার যে চরিত্রটি ছিল, শ্রীলেখার কথা মাথায় রেখেই তার পরিধি বাড়ছে।

আরো পড়ুন : মিস ওয়ার্ল্ডের মঞ্চে প্রথম দেখা, প্রিয়াঙ্কা তখন ১৮-র তরুণী, স্বামী নিকের বয়স কত ছিল জানেন?

হঠাৎ কেন বাদ পড়লেন ঋতুপর্ণা: কিন্তু হঠাৎ ছবি থেকে ঋতুপর্ণার বাদ পড়ার কারণ কী? বাংলাদেশের (Bangladesh) সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, সে দেশে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিস্থিতির পরিবর্তনই এর জন্য দায়ী। আওয়ামী লীগ সরকারের উচ্ছেদের পর পার্টি ঘনিষ্ঠ একাধিক তারকা নাকি গা ঢাকা দেন। তাঁদের মধ্যে অন্যতম বাংলাদেশি (Bangladesh) নায়ক তথা প্রাক্তন সংসদ সদস্য। খবর ছড়িয়েছিল, তিনি নাকি ঋতুপর্ণার বাড়িতে আড়ালে রয়েছেন। দুজনের ঘনিষ্ঠ বন্ধুত্বের কথা কারোরই অজানা নয়। এমতাবস্থায় বাংলাদেশের (Bangladesh) মানুষের স্বার্থ রক্ষার্থেই নাকি ছবি থেকে বাদ দেওয়া হয়েছে ঋতুপর্ণাকে, ওপার বাংলার সংবাদ মাধ্যম সূত্রে খবর এমনটাই।

আরো পড়ুন : এ যে উলটপুরাণ! বচ্চন পরিবারের এই সদস্যের শিক্ষাগত যোগ্যতা সবথেকে কম, নামটা শুনলে বিশ্বাসই হবে না!

যেমনটা জানা যাচ্ছে, আগামী মাসেই শুরু হবে দ্বিতীয় দফার শুটিং। সিলেটে শুটিংয়ে যোগ দেবেন শ্রীলেখা। ছবিতে তিনি ছাড়াও থাকছেন বাংলাদেশি অভিনেতা ডিপজল, শম্পা রেজা, জিনাত শানু স্বাগতার মতো অভিনেতা অভিনেত্রীরা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর