“মানুষ বলার অযোগ্য….”, আর জি কর কাণ্ডে সৌরভের বিরুদ্ধে গর্জে উঠলেন শ্রীলেখা, স্পষ্ট জানালেন….

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে সমগ্র রাজ্যে প্রত্যেকের নজর রয়েছে আরজি কর কাণ্ডের দিকে। পাশাপাশি, চলছে প্রতিবাদের ঝড়। যেখানে সাধারণ মানুষের সঙ্গে পা মেলাচ্ছেন তারকারাও। এমতাবস্থায়, প্রতিবাদে সামিল হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কার্যত গর্জে উঠলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। প্রসঙ্গত উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন শ্রীলেখা। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি।

সৌরভের বিরুদ্ধে গর্জে উঠলেন শ্রীলেখা (Sreelekha Mitra):

আর তারপরেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে তিনি (Sreelekha Mitra) স্পষ্ট জানান, “সৌরভ আমি সত্যিই দুঃখিত যে, তোমাকে মানুষ যেভাবে দাদাগিরি, তোমার ক্রিকেট, তোমাকে মহারাজা, মানুষ তোমাকে যেই আসনে মানুষ বসিয়েছেন তুমি এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলছো!…ফেসবুক, ইনস্টাগ্রামে দেখবে এইসব সোহম হর্লিক্সের পার্টি, তারা বলছে পুলিশ আছে বলেই শহরে মেয়েরা সুস্থ আছে। এই মানুষদের চেনার এটা মোক্ষম সময় হয়ে গিয়েছে। যেমানুষগুলোকে আমরা ওপরে রেখেছি, তাঁরা আসলে মানুষ বলার যোগ্য নয়। তাঁদের টেনে নামিয়ে আনো নীচে।”

   

এদিকে, শ্রীলেখার (Sreelekha Mitra) এই বক্তব্যের ভিডিও ইতিমধ্যেই তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলিতে। অভিনেত্রী যেভাবে প্রতিবাদে সামিল হয়ে সাহসের সাথে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তা প্রত্যক্ষ করে নেটিজেনরা তাঁর প্রশংসা করছেন। অনেকে আবার কমেন্টের মাধ্যমেও নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। কিন্তু, কেন হঠাৎ সৌরভের বিরুদ্ধে আক্রমণ শানালেন শ্রীলেখা?

Sreelekha Mitra roars against Sourav Ganguly.

প্রসঙ্গত উল্লেখ্য যে, আরজি কর কাণ্ডের পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া দিতে গিয়ে সৌরভ মুখোপাধ্যায় জানিয়েছিলেন, “আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে যে ঘটনা ঘটেছে, তা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক। এই ঘটনায় যে বা যারা যুক্ত আছে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা উচিত যাতে দোষী বা দোষীদের কঠোর শাস্তি দেওয়া যায়।” এর পাশাপাশি মহারাজ এটাও বলেছিলেন যে, প্রতিটি জায়গায় নিরাপত্তা ব্যবস্থা মজবুত করা উচিত। আরজি করে যেরকম ঘটনা ঘটেছে, তা যাতে অন্য কোথাও ঘটতে না পারে সেই বিষয়টিও উপস্থাপিত করেছিলেন তিনি।

আরও পড়ুন: বাজারে এবার উঠবে ঝড়! Vivo নিয়ে আসছে এই দুর্ধর্ষ স্মার্টফোন, ফিচার্স জানলে হয়ে যাবেন “থ”

এদিকে, সৌরভ এটাও জানান, “একটি ঘটনা দিয়ে সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গকে বিচার করা উচিত নয়। পাশাপাশি, এর ফলে যে এতে রাজ্যের মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এমনটাও ভাবার দরকার নেই। রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ ভালো। পশ্চিমবঙ্গ-সহ ভারতের সর্বত্রই মহিলাদের সুরক্ষা বজায় আছে। এইরকম ঘটনা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘটছে। তবে, যাতে এরকম ঘটনা বন্ধ করা যায়, তা নিশ্চিত করতে হবে।”

আরও পড়ুন: হয়ে যান সতর্ক! পাল্টে যাচ্ছে ব্যাঙ্ক লকারের এই নিয়ম, সরকার নিল বড় সিদ্ধান্ত

উল্লেখ্য যে, আর জি করের মতো ঘটনা ঘটার পরেও এই রাজ্যের মহিলা সুরক্ষিত রয়েছে, সৌরভের এই প্রতিক্রিয়াই মানতে নারাজ নেটিজেনরা। যার পরিপ্রেক্ষিতে নেটমাধ্যমেও সামনে আসছে বিভিন্ন পোস্ট। অনেকেই সৌরভের এহেন প্রতিক্রিয়ার তীব্র নিন্দা জানিয়েছেন। এমতাবস্থায়, শ্রীলেখাও (Sreelekha Mitra) বিষয়টির প্রতিবাদ জানিয়েছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর