বাংলাহান্ট ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ডাক পাননি। নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল সেই সম্মান দিল অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে (Sreelekha Mitra)। তাঁর অভিনীত ‘ওয়ান্স আপন আর টাইম ইন ক্যালকাটা’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন শ্রীলেখা। শুভেচ্ছা বার্তায় জোয়ারে ভাসছেন অভিনেত্রী। বার্তা পাঠিয়েছেন অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়ও (Ananya Chatterjee)।
অনন্যার পরিচয় আর আলাদা করে দেওয়ার প্রয়োজন পড়ে না। বাংলা বিনোজন ইন্ডাস্ট্রির অন্যতম প্রতিভাবান অভিনেত্রী তিনি। ছোটপর্দা থেকে বড়পর্দা সর্বত্র ছাপ রেখে গিয়েছেন অনন্যা। বহু সিরিয়ালপ্রেমীর কাছে এখনো তিনি ‘সুবর্ণলতা’। অথচ এত প্রতিভা সত্ত্বেও অনন্যাকে তেমন ভাবে পর্দায় পেলেনই না দর্শকরা।
শ্রীলেখাকে শুভেচ্ছা জানিয়ে অনন্যা লিখেছেন, ‘শ্রীলেখা তুমি আজ প্রমাণ করে দিয়েছো একজন অভিনেত্রীর কখনো মৃত্যু হয় না। আমি সম্পূর্ণ নতুন, বড় এবং গৌরবময় একটা ইনিংসের সূচনা দেখতে পাচ্ছি। কি দারুন প্রত্যাবর্তন! তুমি আমাদের এত গর্বিত করেছো আর এই অনুভূতিটা আমার ব্যক্তিগতও। তোমার জন্য অনেক ভালবাসা। তুমি এত ভাল একজন অভিনেত্রী!’
সঙ্গে অনন্যা আরো জানিয়েছেন, তিনি এখনো শ্রীলেখার ছবিটি দেখে উঠতে পারেননি। তবে এখানে ছবিটি মুক্তি পাওয়ার অপেক্ষা করছেন তিনি। তাঁর কোনো সন্দেহ নেই যে শ্রীলেখার অভিনয় দর্শকদের মন্ত্রমুগ্ধ করে দিয়েছে। শ্রীলেখার পাশাপাশি পরিচালক আদিত্য বিক্রম সেনগুপ্তকেও ধন্যবাদ দিয়েছেন অনন্যা।
পর্দার সুবর্ণলতার শুভেচ্ছা বার্তা নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছেন আপ্লুত শ্রীলেখা। তিনি লিখেছেন, ‘আমরা কেউ কারোর ‘খামতি’ খোঁজার চেষ্টা না করে একে অপরের থেকে ভালোটা শেখার চেষ্টা করি। অনন্যা চট্টোপাধ্যায় অনবদ্য অভিনেত্রী/নৃত্যশিল্পী, কিন্তু তাঁরও সঠিক মূল্যায়ন হয়নি। তুই আমি একটা ছবিতে অভিনয় করবই একসাথে।’