বাংলাহান্ট ডেস্ক: রাজনীতি এখন সব বিষয়ের সঙ্গেই ওতপ্রোত ভাবে জড়িয়ে গিয়েছে। বিনোদুনিয়ায় থেকে রাজনীতি থেকে গা বাঁচিয়ে চললে পুরস্কার জোটে না। সম্প্রতি বঙ্গ সম্মানের মঞ্চে জিৎকে বঞ্চিত হতে দেখে এমন ভাবেই ক্ষোভ উগরে দিয়েছিলেন নেটিজেনরা। এবার সুর চড়ালেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। ‘পেয়ারের মন্ত্রী’ নেই বলেই ছবি তৈরির টাকা, কাজ জোটে না। বিষ্ফোরক অভিনেত্রী।
শ্রীলেখা মিত্র পরিচালিত ‘এবং ছাদ’ একের পর এক পুরস্কার জিতে চলেছে। রোশনি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২২ এ বিদেশি শর্ট ফিল্ম বিভাগে সেরা অভিনেত্রী এবং স্পেশ্যাল জুরি অ্যাওয়ার্ডস পেয়েছে ‘এবং ছাদ’। উচ্ছ্বসিত শ্রীলেখা সুখবরটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখেছেন, ‘এতকিছুর পরেও ২-৫ লাখ টাকা কেউ বিনিয়োগ করবে না তাও জানি। আমার পেয়ারের কোনো মন্ত্রী শান্ত্রী নেই।’
সংবাদ মাধ্যমের কাছেও ক্ষোভ প্রকাশ পেয়েছে শ্রীলেখার। নিজের কাজ স্বীকৃতি পাচ্ছে একের পর এক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। অথচ নিজের ইন্ডাস্ট্রিতেই কদর নেই শ্রীলেখার। কাজ তো দুরের কথা, এবং ছাদ এর পর আরো তিনটি ছবি ‘এরপর বারান্দা’, ‘তারপর বেডরুম’, ‘অতঃপর বাথরুম’ এর জন্য বিনিয়োগকারী পর্যন্ত পাচ্ছেন না তিনি।
শ্রীলেখার ক্ষোভ, তিনি সৎ পথে থেকে এসেছেন বরবর। তাই তিন মাস হাতে কাজ নেই, সরকারি স্বীকৃতি নেই। তবুও তিনি মাথা নোয়াবেন না। শাসক দলের সঙ্গে কখনোই দেখা যাবে না তাঁকে। তিনি কারোর বাগানবাড়িতে গিয়ে সময় কাটাতে পারবেন না। ছবি তৈরির জন্য কারোর পায়ের তলায় বসে থাকতে একেবারেই রাজি নন শ্রীলেখা।
প্রতিটা বিষয়েই নিজের মতামত প্রকাশ করেন শ্রীলেখা। এসএসসি দুর্নীতি কাণ্ডে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়েও কটাক্ষের পর কটাক্ষ ছুঁড়েছেন তিনি। নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে বরাবরই স্পষ্ট। ছবির জন্য টাকা না থাকলেও নিজের মতের বিরুদ্ধে যাবেন না, স্পষ্ট কথা শ্রীলেখার।