বাংলাহান্ট ডেস্ক: শ্রীলেখা মিত্র (sreelekha mitra) মানেই, সোজাসাপটা গতেবাঁধা নয়, কিছুটা ভিন্ন ধরনের মতামত পোষন করতেই ভালবাসেন অভিনেত্রী। তাঁর এই প্রাণখোলা ‘ডোন্ট কেয়ার’ মেজাজের জন্য নেটপাড়ার নীতিপুলিসদের কাছে একাধিক বার ট্রোল হতে হয়েছে। আর প্রতিবার সপাটে উত্তর দিয়ে দুরন্ত কামব্যাক করেছেন তিনি। তবুও না নেটিজেনরা ক্লান্ত হয় ট্রোল করতে, না শ্রীলেখা ক্লান্ত হন ট্রোলের জবাব দিতে।
কিছুদিন আগে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে অনুরাগীদের উদ্দেশে শ্রীলেখা বার্তা দিয়েছিলেন, কমেন্টে তাঁরা প্রশ্ন করলে প্রতিদিন একটি করে প্রশ্নের উত্তর দেবেন তিনি। সেই মতো প্রশ্নের উত্তরও দিচ্ছিলেন শ্রীলেখা। তবে এদিন অভিনেত্রী জানান, একজন কমেন্ট করেছেন তিনি এমন ভাবে প্রশ্ন চাইছেন যেন একেক দিন একেক জনকে বিয়ে করবেন। শ্রীলেখার উত্তর, “নেড়া বেলতলায় একবারই যায়। বিয়ে একবার হয়েছে, আর না।”
বছর ১৭ আগে ২০ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রীলেখা। এখন বিচ্ছেদ হয়ে গেলেও প্রাক্তন স্বামী শিলাদিত্য স্যান্যালকে ভুলতে পারেননি তিনি। গত বছর বিবাহবার্ষিকীর দিনে বিয়ের দুটি পুরনো ছবি শেয়ার করে আবেগপ্রবণ হয়ে পড়েন শ্রীলেখা। একটি ছবিতে দেখা যায় কনের বেশে শ্রীলেখাকে। অপর ছবিতে প্রাক্তন স্বামী শিলাদিত্যর পাশে সিঁথিতে সিঁদুর নিয়ে হাসিমুখে শ্রীলেখা। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আজ হতে পারত আমাদের ১৭তম বিবাহবার্ষিকী। হ্যান্ডসাম না আমার এক্স? তাই তো আর সেভাবে কাউকে মনে ধরল না।’
https://www.instagram.com/reel/CRQTUG5pdrJ/?utm_medium=copy_link
সম্প্রতি ‘ন্যায়- জাজমেন্ট ডে’ নামে একটি হিন্দি ছবির ট্রেলার ও নিজের লুক শেয়ার করেন শ্রীলেখা। পরিচালক সুশান্ত রায়ের এই ছবিতে অভিনয় করছেন তিনি। শনিবার সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় নিজের লুক শেয়ার করে অনুরাগীদের চমকে দেন শ্রীলেখা। কেউ বলছেন হুবহু ইন্দিরা গান্ধীর লুক তো কারোর মতে নীল সাদা শাড়ি পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) মতো লাগছে শ্রীলেখাকে।