মেয়ে পছন্দ? ৮ বছর সিঙ্গল থাকার পর নিজেই পাত্র খুঁজতে বেরোলেন শ্রীলেখা!

বাংলাহান্ট ডেস্ক: তিনি যাই করেন সবই সংবাদ শিরোনামে উঠে আসে। লাইমলাইটে থাকতেই পছন্দ করেন শ্রীলেখা মিত্র (sreelekha mitra)। গত কয়েকদিন ধরে জীবনটা বেশ টালমাটাল চলছিল তাঁর। প্রথমে বাবার প্রয়াণ, তারপর পোষ‍্য কুকুরকে নিয়ে নিজের আবাসনেই ঝামেলা, মন খুবই খারাপ হয়ে ছিল শ্রীলেখার। তবে সময় তো কারোর জন‍্য বসে থাকে না। তাই নিজেই নিজেকে সামলেছেন অভিনেত্রী। মন ভাল রাখার চেষ্টা করছেন।

এবার সেজেগুজে ছবি পোস্ট করলেন সোশ‍্যাল মিডিয়ায়। সুন্দর করে মেকআপ করা, চুল সেট করে, গলায় পান্না বসানো ভারী হার পরে হাসিমুখে সেলফি তুলেছেন শ্রীলেখা। ক‍্যাপশনে প্রশ্ন, ‘মেয়ে পছন্দ?’ অনেক বছর আগেই বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে অভিনেত্রীর। সম্প্রতি বিবাহ বার্ষিকীর দিনে বিয়ের পুরনো ছবি শেয়ার করেছিলেন তিনি।

sreelekha 1592657232 1
দীর্ঘ ৮ বছর সিঙ্গল থাকার পর কি ফের বিয়ে করতে মন চাইছে শ্রীলেখার? তাই এই ছবি? উত্তরে অভিনেত্রী জানান, নিজেকে নিয়ে মজা করতে বরাবর ভালবাসেন তিনি। সুন্দর করে সেজেছেন, তাই ইচ্ছা হল সবাইকে দেখাতে। আর ক‍্যাপশনের কথা বলতে গেলে শ্রীলেখার প্রশ্ন, মেয়ে পছন্দ কিনা জিজ্ঞাসা করেছেন তিনি। তার মানে এই নয় যে বিয়ের জন‍্যই পছন্দ করতে হবে। ভাল লাগলে কেউ তো নিজের মেয়ে হিসেবেও দত্তক নিতে পারেন, বক্তব‍্য সদ‍্য পিতৃহারা শ্রীলেখার।

https://www.instagram.com/p/CWnUx_lJJH1/?utm_medium=copy_link

১৮ বছর আগে ২০ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রীলেখা। এখন বিচ্ছেদ হয়ে গেলেও প্রাক্তন স্বামী শিলাদিত‍্য স‍্যান‍্যালকে ভুলতে পারেননি তিনি। ২০১৩ সালে ভেঙে যায় বিয়ে। উল্লেখযোগ‍্য বিষয়, ওইদিনই ছিল শ্রীলেখার বাবার জন্মদিন। প্রয়াণের প‍র এটাই অভিনেত্রীর বাবার প্রথম জন্মবার্ষিকী। ভারাক্রান্ত মনে নেটমাধ‍্যমেও এদিন নিজের বিয়ের ও বাবার সঙ্গে পুরনো ছবি শেয়ার করেছিলেন শ্রীলেখা।

Niranjana Nag

সম্পর্কিত খবর