বাংলাহান্ট ডেস্ক: কথায় বলে, সুখবরের থেকে খারাপ খবর আরো বেশি দ্রুত ছড়ায়। আর যদি তা নাও হয়, কিছু মানুষ দায়িত্ব নিয়ে খারাপ খবর ছড়িয়ে দেন। এমনকি খবর সত্যি নাকি মিথ্যে তা যাচাই না করেই। অতি সম্প্রতি ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma) ক্ষেত্রেই দেখা গিয়েছে এমনটা। মাঝরাতে হঠাৎ করেই অসুস্থ অভিনেত্রীর মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। এবার অভিনেত্রী শ্রীলেখা মিত্রও (Sreelekha Mitra) পোস্ট করলেন মৃত্যু নিয়ে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি বড়সড় পোস্ট করেন শ্রীলেখা। তিনি লেখেন,’অনেক তো বয়স হল, জীবনও কিছু কম দেখলাম না। মা-বাবা নেই, মেয়েটাও বড় বেশি স্বনির্ভর স্বভাবের। একদিকে ভাল। আমাদের মতো বুড়ো বয়স অবধি মা বাবার ল্যাজ ধরা নয়। কিছু কাজ বাকি। সেগুলো তাড়াতাড়ি করে যেতে চাই, বাকি আমি আমার জীবন বেঁচে নিয়েছি।’
তিনি আরো লিখেছেন, ‘ কোনও খেদ নেই, কোনও অভিযোগ নেই আর হ্যাঁ মৃত্যুকে ভয় করিনা। বরং ওটা আরেকটা অ্যাডভেঞ্চার মনে হয়। শুধু ম্যাকের প্রচুর লিপস্টিক আছে। সেগুলো কাউকে প্রাণে ধরে দিতে পারব বলে মনে হয় না। আর আমার চারপেয়ে বাচ্চাগুলো, সেগুলো মেয়ে দেখে নিতে পারবে।’
সবশেষে শ্রীলেখা লেখেন, ‘সওদা করতে চাই ওপরওয়ালার সাথে… যাদের এখনও অনেকটা পথ চলা বাকি তাঁদের রেখো সুস্থ করে, পরিবর্তে যদি ইচ্ছে হয়। আমি প্রস্তুত, আর হ্যাঁ, আপনাদের বলছি, দয়া করে RIP লিখবেন না আমার শোকে। আমি আনন্দে যাব। শান্তিপূর্ণভাবে বিশ্রাম করব। অযথা ব্যতিব্যস্ত হবেন না। তার চেয়ে অনলাইন ডেটিং আর শপিং করুন।’
যদিও তুমুল মন্তব্যের জেরে পোস্টটি মুছে ফেলতে বাধ্য হন শ্রীলেখা। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, শুধু ঐন্দ্রিলা নয়, আরো অনেকের জন্যই এই প্রার্থনা করেছেন তিনি। তবে কোনো হতাশা থেকে পোস্টটি করেননি, একথা লিখে দিয়েছেন শ্রীলেখা। তিনি আরো লিখেছেন, যে জীবনটা তিনি বেঁচেছেন তার জন্য তিনি কৃতজ্ঞ। তিনি কতটা মহান তা দেখাতে নয়, বরং মন থেকেই চান ওরা বেঁচে থাকুক, ভাল থাকুক।