ঠোঁটে কি প্রেমের চিহ্ন? রক্তাক্ত ঠোঁট নিয়েই আসল সত‍্যিটা ফাঁস করলেন শ্রীলেখা

বাংলাহান্ট ডেস্ক: শ্রীলেখা মিত্র (sreelekha mitra) যে গতে বাঁধা জীবন কোনোদিনই তেমন পছন্দ করেন না তা অনেকেই জেনে গিয়েছেন এতদিনে। বাস্তব জীবনের মতো সোশ‍্যাল মিডিয়াতেও তিনি একই রকম ‘বোল্ড’। মাঝে মাঝেই ‘ঠোঁটকাটা’ স্বভাবের জন‍্য সংবাদ শিরোনামে উঠে আসেন তিনি। নিন্দুকদের শ্রীলেখাকে দেওয়া এই তকমা এবার আক্ষরিক অর্থেই সত‍্যি হয়ে দাঁড়ালো।

সম্প্রতি সোশ‍্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন শ্রীলেখা। ছবিতে দেখা যাচ্ছে তাঁর ঠোঁট কেটে রক্ত পড়ছে। তবে অনুরাগীদের বেশি চিন্তায় ফেলেননি তিনি। ক‍্যাপশনে সবটা স্পষ্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘যা ভাবছো তা নয়। আমার ছানাদের আদরের চিহ্ন। নখ বেড়েছে, কাটাতে হবে।’ অর্থাৎ পোষ‍্যদের নখের আঘাতেই কেটেছে শ্রীলেখার ঠোঁট‍। তিনি যে অত‍্যন্ত পশুপ্রেমী তা সকলেই জানেন। পোষ‍্যরা তাঁর সন্তানসম। তবে এই আঘাত দেখে যে নেটিজেনরা ‘প্রেমের চিহ্ন’ ভেবে বসতে পারেন তাও লিখেছেন শ্রীলেখা।

FB IMG 1629024878849
শ্রীলেখাকে যারা যারা ফলো করেন তারা সকলেই জানেন বেশ কিছুদিন হল এক নতুন খেলা শুরু করেছেন তিনি। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে অনুরাগীদের উদ্দেশে শ্রীলেখা বার্তা দিয়েছিলেন, কমেন্টে তাঁরা প্রশ্ন করলে প্রতিদিন একটি করে প্রশ্নের উত্তর দেবেন তিনি। সেই মতো নিয়ম করে প্রশ্নের উত্তর দিচ্ছেন শ্রীলেখা।

অভিনেত্রীর মতে, এটা একটা খুব ভাল উপায় সোশ‍্যাল মিডিয়ায় নিজের অনুরাগীদের সঙ্গে যুক্ত থাকার। হ‍্যাঁ, এক পক্ষ ট্রোল সমালোচনা করবেই। কিন্তু মজার খেলার মধ‍্যেও ভাল কিছু বিষয় শেখানোর, প্রচার করার চেষ্টা করেন শ্রীলেখা। তিনি নিজে যেমন পশুপ্রেমী, তেমনি চান তাঁর মতোই আরো মানুষ এগিয়ে আসুক। পথপশুদের দত্তক নেওয়া, তাদের দেখভাল করার মতো ভাল কাজ আর কিছু হতে পারে না বলে মানেন শ্রীলেখা।

sreelekha 1592657232 1
পথপশুকে দত্তক নেওয়ার শর্তের বদলে এক অনুরাগীর সঙ্গে ডেটে যাওয়ার কথা দিয়েছিলেন অভিনেত্রী। তারকাসুলভ হাবভাব দূরে সরিয়ে ডেটে গিয়ে প্রমাণ করেছেন কথা রাখতে জানেন শ্রীলেখা। তাঁর এই খেলার মাধ‍্যমেই যদি কিছু পথপশু ঘর পায়, একটু আদর যত্ন পায় তাহলে তাতে তো ক্ষতির কিছু নেই, বক্তব‍্য অভিনেত্রীর।

Niranjana Nag

সম্পর্কিত খবর