পাশের সিটে সুদর্শন যুবক, ‘এই পথ যদি না শেষ হয়’ বলে কোথায় চললেন শ্রীলেখা?

Published On:

বাংলাহান্ট ডেস্ক: দুদিন আগেই সোশ‍্যাল মিডিয়ায় মনের ইচ্ছাটা খুলে বলেছিলেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। বৃষ্টি ভেজা দিনে তিলোত্তমার রাস্তায় লং ড্রাইভে যেতে বড়ই ‘মুঞ্চায়’। কিন্তু ‘শখের প্রাণ গড়র মাঠ’ হলেও সেদিন ইচ্ছাপূরণ হয়নি অভিনেত্রীর। তবে শ্রীলেখার সাম্প্রতিক ভিডিও বলছে, শখপূরণ হয়েছে তাঁর।

এক চলন্ত গাড়ির মধ‍্যে বসে ভিডিও বানিয়েছেন শ্রীলেখা। হালকা সবুজ ও নীল প্রিন্টের পোশাক, চোখে বড় সানগ্লাস আর ঠোঁটে হালকা লিপস্টিক। পাশেই চালকের আসনে এক সুদর্শন পুরুষ। ব‍্যাকগ্রাউন্ডে বাজছে ‘এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হত তুমি বলত?’


দুজনের মুখেই মিটিমিটি হাসি। ভিডিওর ক‍্যাপশনে রহস‍্য উসকে দিয়ে তিনি লিখেছেন, ‘ভাবো, ভাবতে থাকো! টাটা’। জানা যাচ্ছে, শ্রীলেখার পাশের সিটের মানুষটি মডেল অভিনেতা ত্র‍্যম্বক রায়চৌধুরী। পাশাপাশি তিনি শ্রীলেখার জিম পার্টনারও বটে। তবে দুজনে মিলে কোথায় চললেন তা অবশ‍্য খোলসা করেননি অভিনেত্রী।

দিন দুয়েক আগেই এক মেঘলা দিনে মনের কথা উজাড় করে দিয়েছিলেন শ্রীলেখা। লিখেছিলেন, ‘এই আবহাওয়ায় ‘তুমি বলো’ গাইতে গাইতে বাইক রাইড নিতে ইচ্ছে করছে। বহুদিন কারোর বাইকে উঠিনি। শখের প্রাণ গড়ের মাঠ আর কী!’ বাইক না হলেও এবার চারচাকায় উঠে বেড়িয়ে পড়লেন শ্রীলেখা।

https://www.instagram.com/reel/CdIaORHljNk/?igshid=YmMyMTA2M2Y=

প্রসঙ্গত, কিছুদিন আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন শ্রীলেখা। তার অবশ‍্য যথেষ্ট কারণও ছিল। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে না আমন্ত্রণ পেয়েছেন শ্রীলেখা নিজে, আর না স্থান পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘ওয়ান্স আপন আ টাইম ইন ক‍্যালকাটা’। অথচ এই ছবিটিই ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। সম্প্রতি নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টিভ‍্যালে সেরা অভিনেত্রীর মনোনয়নও পেয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে তিনি লিখেছিলেন, ‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২২ থেকে কোনো আমন্ত্রণ আসেনি। এমনকি একটা ফোন পর্যন্ত না। এটা কি আমার রাজনৈতিক মতাদর্শের কারণে না অন‍্য কোনো অজ্ঞাত কারণ আছে? তৃণমূল সরকার কী প্রতিহিংসাপরায়ণ মাইরি!’


সম্প্রতি আরো একবার ইন্ডাস্ট্রির বিরুদ্ধে তোপ দেগেছেন শ্রীলেখা। তিনি লিখেছিলেন, ‘কিছুদিন আগে যারা বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচাও, একে অন‍্যকে ছোট না করা ইত‍্যাদি নিয়ে তৎপরতা দেখিয়েছিলেন, ওয়ান্স আপন আ টাইম ইন ক‍্যালকাটা নিয়ে নিউজ গুলো সম্ভবত তাদের চোখে পড়ছে না। স্বাভাবিক।’

X