বাংলাহান্ট ডেস্ক: অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের (Abhishek Chatterjee) প্রয়াণের পর মাস ঘুরতে চলল। ইন্ডাস্ট্রি চলছে নিজের তালে। অভিনেতার পরিবারও সবটা সামলে ওঠার চেষ্টা করে যাচ্ছেন। এর মাঝেই অভিনেত্রী শ্রীলেখা মিত্রর (Sreelekha Mitra) স্মৃতিতে ফিরে এলেন অভিষেক চট্টোপাধ্যায়। একটি পুরনো ছবির ভিডিও শেয়ার করলেন অভিনেত্রী।
ছবির নাম ‘আপন হল পর’। অভিষেকের সঙ্গে সেই ছবিতে অভিনয় করেছিলেন শ্রীলেখা। ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বিপ্লব চট্টোপাধ্যায়, ইন্দ্রাণী হালদার সহ এক ঝাঁক তারকা। দু বছর আগে একটি টিভি চ্যানেলে দেখানো হচ্ছিল ছবিটি। তখনি ভিডিও তুলে রাখেন শ্রীলেখা।
একটি দৃশ্য ছিল যেখানে শ্রীলেখাকে পকেট মারার অভিযোগে গ্রেফতার করে জেলে পুরে দিচ্ছেন পুলিস অফিসার অভিষেক। দু বছর আগে ভিডিওটি ফেসবুকে শেয়ার করেছিলেন শ্রীলেখা। ফেসবুকের নিয়মে স্মৃতি ফিরে এসেছে আবার। কিন্তু বিদায় নিয়েছেন অভিষেক। ভিডিওটি আবারো শেয়ার করে শ্রীলেখা লিখেছেন, ‘স্মৃতিতে ফিরে এলো মিঠুদা।’
অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর ইন্ডাস্ট্রির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন শ্রীলেখা। সোশ্যাল মিডিয়ায় তিনি স্পষ্ট কথায় লেখেন, ‘আমি মরলে আমাকে নিয়ে যেন কোনো ইন্ডাস্ট্রির আর মিডিয়ার সার্কাস না হয়’। অভিনেত্রীর বক্তব্য, তিনি শান্তিতে মরতে চান। এই সব সার্কাস তাঁর বিরক্তিকর লাগে।
শ্রীলেখা জানান, জীবিতাবস্থায় কেউ খোঁজ নেন না। এখন যেমন তাঁর বাড়িতে ইন্ডাস্ট্রির লোকজনদের ভিড় নেই। তেমনি মৃত্যুর পরেও যেন না থাকে, এটাই চান অভিনেত্রী। পাশাপাশি তাঁর বিরক্তির আরেকটা কারণ, মানুষটা যখন বেঁচে আছে তখন তিনি খারাপ, আর যখনি চোখ বুজবেন অমনি তিনি ভাল হয়ে যাবেন। এই প্রবণতাটাও বিরক্তিকর লাগে শ্রীলেখার।
পরবর্তীকালে ইন্ডাস্ট্রির ‘দাদা’ আর ‘দিদি’র প্রতিও কটাক্ষ শানিয়েছিলেন তিনি। ‘দিদি’র সঙ্গে সম্পর্ক ভাঙার পরেই নাকি একের পর এক ছবি থেকে বাদ পড়তে থাকেন অভিষেক, দাবি করেন শ্রীলেখা। তখন ‘দাদা’র ছবিতে নায়িকা শুধুই ‘দিদি’। শ্রীলেখা মনে করিয়ে দিয়েছেন, প্রযোজকদের থেকে টাকা পেয়েই কিন্তু ছবিতে অভিনয় করেছেন। বিনামূল্যে কেউ ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাননি।