বাবা বেঁচে থাকতেই করেছিলেন স্বপ্নপূরণ, পুরনো স্মৃতি ঘেঁটে দেখলেন শ্রীলেখা

বাংলাহান্ট ডেস্ক: এক সপ্তাহ হয়ে গিয়েছে বাবাকে হারিয়েছে শ্রীলেখা মিত্র (sreelekha mitra)। জুরিখে বাঙালির নাম উজ্জ্বল করে দেশে ফেরার পরপরই অভিনেত্রীর জীবনে আসে সেই দুঃস্বপ্নের দিন। বাবার চলে যাওয়ার খবরটা ঠিক করে জানাতেও পারেননি সেদিন। একটু সামলে উঠেই সোশ‍্যাল মিডিয়া ভরিয়ে দিয়েছিলেন বাবার স্মৃতিতে। আক্ষেপ ঝড়ে পড়েছিল তাঁর গলায়।

তবে কষ্টের মধ‍্যেও একটা সান্ত্বনা, বাবা বেঁচে থাকতেই তাঁর স্বপ্নপূরণ করতে পেরেছিলেন শ্রীলেখা। সেই স্মৃতিই নেটিজেনদের সঙ্গে শেয়ার করলেন অভিনেত্রী। ছোট থেকেই বাবার মুখে বাংলাদেশের গল্প শুনে বড় হয়েছেন তিনি। দেশভাগের সময় এপার বাংলায় চলে এসেছিলেন শ্রীলেখার পূর্বপুরুষ।

FB IMG 1633332001290
ছবি- শ্রীলেখা মিত্র ফেসবুক

একটি রিয়েলিটি শো তে বাবা আর তাঁর মুখে বাংলাদেশের গল্প শুনে যোগাযোগ করে সেদেশে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন অভিনেতা আলমগীর ও গায়িকা রুনা লায়লা। ব‍্যস, বাবা মেয়েতে মিলে ২০১৭ তে পাড়ি দিয়েছিলেন বাংলাদেশ, শিকড়ের খোঁজে।

FB IMG 1633332007099
ছবি- শ্রীলেখা মিত্র ফেসবুক

শ্রীলেখা লিখেছেন, ‘রুনা লায়লা (বিরাট ফ‍্যান যার আমরা সবাই) আপু আর আলমগীর (হ‍্যান্ডসাম হিরো আর খুব ভাল একজন মানুষ) ভাইয়ের বাসায় আমাদের যত্নের কথা আর কী বা বলব। শুধু ধনী নন ওঁরা, মনের দিক থেকে তার থেকে আরো অনেক অনেক ধনী। আমার ইচ্ছের তালিকায় ছিল বাবাকে তাঁর ভিটেতে একবার অন্তত নিয়ে যাওয়ার। আমি পেরেছি আলমগীর ভাইয়ের সাহায‍্য এক্ষেত্রে অনস্বীকার্য।’

FB IMG 1633331989979
ছবি- শ্রীলেখা মিত্র ফেসবুক

এর আগে বাবার সঙ্গে একগুচ্ছ ছবি ভাগ করে নিয়ে শ্রীলেখা লিখেছিলেন, ‘আমার প্রিয় পুরুষ, আমার প্রিয় মানুষ … বাবা, যাঁর কাছে তাঁর কন্যাই শ্রেষ্ঠা, আমার খুঁটিনাটি বিষয় তাঁর জানা চাই, মতামত না চাইলেও দেওয়া চাই। আমার ভালো কিছু হলে আমার থেকেও যে মানুষটি বেশি খুশি হয়, সেই বাবা দুম করে মরে গেলো…। এটা আমি মানতে পারছি না, চাইছিও না। আমার বাবা আমার কী, সেটা আমরা দুজনেই শুধু জানি।’


Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর