বাংলাহান্ট ডেস্ক: স্বাধীনতা দিবসের আগের দিন ১৪ তারিখ নন্দনে প্রদর্শনী হওয়ার কথা ছিল শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) পরিচালিত এবং প্রযোজিত ‘এবং ছাদ’ (Ebong Chaad)। স্বল্প দৈর্ঘ্যের ছবিটি বাংলার বাইরে একাধিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে, সম্মানিতও হয়েছে। কিন্তু নিজের রাজ্যে নিজের ছবি দেখানোর সুযোগ পেলেন না বলে ক্ষোভ ছিল শ্রীলেখার মনে। তাই যখন ১৪ অগাস্ট নন্দনে প্রদর্শনীর তারিখ পান, উৎফুল্ল মনে নেটমাধ্যমে দিয়েছিলেন সুখবরটা।
কিন্তু শনিবার একটি ভিডিও বার্তায় শ্রীলেখা জানান, বাতিল হয়ে গিয়েছে শো। ১৪ অগাস্ট নন্দনে দেখানো হবে না ‘এবং ছাদ’। ভিডিও বার্তাতেই খারাপ খবরটা দিয়ে তিনি জানিয়েছেন, আগামী তারিখ পেলেই সবাইকে জানাবেন তিনি। সকলের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন শ্রীলেখা।
কিন্তু হঠাৎ শো বাতিলের কারণটা কী? ভিডিওতে অভিনেত্রী পরিচালক বলেন, তিনি নিজেও ঠিক জানেন না কারণটা। তাঁদের মিস ইনফর্ম করা হয়েছিল কিনা, মিস কমিউনিকেশন হয়েছে কিনা, নাকি তাঁর ইউনিটের দোষ সেটা এখনো পর্যন্ত বুঝতে পারছেন না শ্রীলেখা। তবে তাঁর মতে, ইউনিটের কারোর যদি দোষ হয় তাহলে পরিচালক প্রযোজক হিসাবে তাঁর উপরেও দোষটা বর্তায়।
শ্রীলেখা এও জানান, শো বাতিল হওয়ার নেপথ্যে রাজনৈতিক কারণ থাকতেও পারে আবার নাও পারে। তবে থাকলে তিনি অবাক হবেন না। নন্দনের সঙ্গে যখন যোগাযোগ করা হয় তখন জানানো হয়েছে যে, শ্রীলেখার ছবি নাকি অনুমোদনই পায়নি এদিকে জরুরি যা যা তথ্য জমা দেওয়ার তা সমস্ত দিয়ে একটি রিসিট নিয়ে এসেছেন তাঁরা নন্দন থেকে। এখন আর নন্দন কর্তৃপক্ষের কেউ ফোন তুলছে না। পুরোটাই ধোঁয়াশা।
সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে মনোনীত হয়েছে শ্রীলেখার স্বল্প দৈর্ঘ্যের ছবি এবং ছাদ। ওই ফেস্টিভ্যালের মাধ্যমেই নন্দনে স্থান প্রদর্শিত হওয়ার কথা ছিল ছবিটার। শ্রীলেখা বলেন, তাঁর প্রযোজনা সংস্থার এখন ক্ষমতা নেই প্রাইভেট স্ক্রিনিং করানোর। আগামীতে নন্দনে কবে তারিখ পাওয়া যাবে তাও জানা নেই তাঁর।