‘যে দল শূন‍্য আসন পেয়েছে তাদের উপর কারা অত‍্যাচার করছে?’ দেবলীনার কটাক্ষের পালটা জবাব শ্রীলেখার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মাত্র কিছুদিন আগে ২রা মে প্রায় দেড় মাস ব‍্যাপী ভোটযুদ্ধের ফলাফল ঘোষনা হয়েছে। নিরঙ্কুশ সংখ‍্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন‍্য স‍রকার গঠন করেছে তৃণমূল (tmc)। বিরোধী আসনে উঠে এসেছে বিজেপি। অপরদিকে শোচনীয় ফল করেছে সংযুক্ত মোর্চা।

ইতিমধ‍্যেই বিভিন্ন দিকে অভিযোগ উঠছে ভোট পরবর্তী হিংসার। বাম সমর্থকেরা আক্রান্ত হচ্ছেন। রেড ভলান্টিয়াসদের উপরেও আক্রমণ নেমে আসছে। এর আগেই অভিনেত্রী শ্রীলেখা মিত্র (sreelekha mitra) এই ব‍্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। এবার নাম না করে তীব্র কটাক্ষ করলেন দেবলীনা কুমার (devlina kumar)।

sreelekha mitra attacks tmc
নিজের ফেসবুক হ‍্যান্ডেলে একটি স্ট‍্যাটাস শেয়ার করেছেন দেবলীনা। কারোর নাম না করেই তিনি প্রশ্ন করেছেন, ‘যে দলটি শূন‍্য আসন পেয়েছে তাদের উপর কারা অত‍্যাচার করছে আর কেনই বা করছে?’ যুক্তি হিসাবে অভিনেত্রী বলেছেন, রাজ‍্যে এই মুহূর্তে বিরোধী দল বিজেপি। তবে কি ওই দল এত খারাপ ফল করে দুঃখেই এসব কিছু কল্পনা করে নিচ্ছে?


দেবলীনার স্ট‍্যাটাসের একটি স্ক্রিনশট পোস্ট করে শ্রীলেখা লিখেছেন, ‘আমাদের ছেলে মেয়েদের এমনকি মা ঠাকুমাদের উপর করা অত‍্যাচার নাকি আমরা কল্পনা করছি। আমি কি সত‍্যিই এটা দেখলাম নাকি সেটা হ‍্যালুসিনেশন আমায় কেউ বোঝাবে?’ এর আগে এসএফআই হাওড়া জেলার সভানেত্রী কমরেড শিল্পা রিমা মণ্ডলের গুরুতর ঠাকুমার একটি ছবি শেয়ার করেছিলেন শ্রীলেখা। তাঁর প্রশ্ন ছিল এটাও কি ভুয়ো খবর?

তবে নিজের স্ট‍্যাটাস প্রসঙ্গে দেবলীনার বক্তব‍্য, উনি শ্রীলেখাকে উদ্দেশ‍্য করে কোনো মন্তব‍্যই করেননি। উনি স্রেফ এই প্রসঙ্গে একটি বক্তব‍্য রেখেছিলেন। রাজনৈতিক মতামত ভিন্ন হলেও একজন শিল্পী হিসাবে শ্রীলেখাকে তিনি সম্মান করেন। উল্লেখ‍্য, দেবলীনা হলেন তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারের কন‍্যা। একুশের নির্বাচনে রাসবিহারী থেকে বিজয়ী হয়েছেন দেবাশিস কুমার।

সম্পর্কিত খবর

X