বাংলাহান্ট ডেস্ক: অভিষেক চট্টোপাধ্যায়ের (Abhishek Chatterjee) প্রয়াণের পর থেকেই টলিউডের স্বজনপোষণ এর বাস্তব চিত্রটা আরো খানিকটা প্রকাশ্যে। ইন্ডাস্ট্রির হিট জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ঋতুপর্ণা সেনগুপ্তর দিকে বারে বারে আঙুল উঠছে। তুলছেন ইন্ডাস্ট্রিরই অভিনেতা অভিনেত্রীরা। কেউ কেউ সরাসরি, আবার কেউ নাম না নিয়ে। অভিনেত্রী শ্রীলেখা মিত্রও (Sreelekha Mitra) সরব হলেন ইন্ডাস্ট্রির ‘দাদা’ ও ‘দিদি’র বিরুদ্ধে।
বেশ কয়েক বছর আগে টেলিভিশন শো তে এসে অভিষেক অভিযোগ শানিয়েছিলেন এই ‘দাদা’ ‘দিদি’দের বিরুদ্ধে। কীভাবে ষড় করে ২২ টি ছবি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাঁকে। শ্রীলেখাও একই ভাবে সুর চড়ালেন এই ‘দাদা’ ‘দিদি’র বিরুদ্ধেই।
আনন্দবাজার অনলাইনের হয়ে কলম ধরে শোক আর ক্ষোভ একসঙ্গে উগড়ে দিলেন শ্রীলেখা। সদ্য প্রয়াত হয়েছেন অভিষেক চট্টোপাধ্যায়। এর মধ্যেই রটনা শুরু হয়ে গিয়েছে আনাচে কানাচে। ইন্ডাস্ট্রির প্রথম সারির দুই অভিনেতা অভিনেত্রী, যাঁদের সঙ্গে অভিষেকের সম্পর্ক বিশেষ ভাল ছিল না, তাঁরাই নাকি এখন অর্থ সাহায্য করছেন। এই গুজবের কথা নিজে শুনে প্রতিবাদ করেছেন অভিষেক জায়া সংযুক্তা।
শ্রীলেখা অবশ্য আগেও সরব হয়েছিলেন ইন্ডাস্ট্রির হিট জুটির বিরুদ্ধে, স্বজনপোষণের বিরুদ্ধে। বিতর্কও হয়েছিল। তখন নাকি অনেকেই ব্যক্তিগত ভাবে শ্রীলেখাকে বলেছিলেন, সত্যি কথাগুলো বলার জন্য অভিনেত্রীর সাহস বলিহারি! অথচ প্রভাবশালী ‘দাদা’ ‘দিদি’র সামনে মুখ খুলতে পারেননি তারা।
নাম না করে একের পর এক কটাক্ষ শানিয়েছেন শ্রীলেখা। ‘দিদি’র সঙ্গে সম্পর্ক ভাঙার পরেই নাকি একের পর এক ছবি থেকে বাদ পড়তে থাকেন অভিষেক, দাবি শ্রীলেখার। তখন ‘দাদা’র ছবিতে নায়িকা শুধুই ‘দিদি’। এই ‘দাদা’ ‘দিদি’রা নিজেদের ‘ইন্ডাস্ট্রির মুখ’ বলে দাবি করেন। শ্রীলেখা মনে করিয়ে দিয়েছেন, প্রযোজকদের থেকে টাকা পেয়েই কিন্তু ছবিতে অভিনয় করেছেন। বিনামূল্যে কেউ ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাননি।
এখন তাঁদের কারোর বাড়িতে সময় মতো খাবার না পৌঁছালে প্রধানমন্ত্রীকে টুইট করেন, আবার কেউ ফ্লাইট মিস করলে নেটপাড়া মাথায় তোলেন! এসবই ‘স্বার্থকেন্দ্রিক’ মনোভাব বলে খোঁচা শ্রীলেখার। তবে অভিনেত্রী শুধু বিশেষ কোনো দুজনকে কটাক্ষ করে থেমে যাননি।
তাঁর অভিযোগের আঙুল উঠেছে সেই সব অভিনেতা অভিনেত্রীর দিকেও যাঁরা দুটো ছবি হিট করলেই নিজেদের সর্বেসর্বা ভাবতে শুরু করেন। ক্ষমতার আস্ফালন দেখান। শ্রীলেখার বিশ্বাস, কর্মফল একদিন সবাই পাবেন।