আঁতে ঘা লাগলেই ফোঁস করে ওঠে, টলিউডের স্বজনপোষণের কথা স্বীকার করতেই নায়িকাকে কটাক্ষ শ্রীলেখার

বাংলাহান্ট ডেস্ক: টলিউডেও (Tollywood) নেপোটিজম (Nepotism) আছে। বেছে বেছে অভিনেতা অভিনেত্রীদের নেওয়া হয় ছবিতে। পরিচালক, প্রযোজকদের সঙ্গে সম্পর্ক থাকলে আরোই পোয়াবারো। একথা প্রথম সর্বসমক্ষে বলেছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। নিজের ইউটিউব চ‍্যানেলে একটি ভিডিও করে নাম ধরে ধরে তোপ দেগেছিলেন ইন্ডাস্ট্রির হেভিওয়েটদের বিরুদ্ধে।

তখন কম সমালোচনা, নিন্দা শুনতে হয়নি শ্রীলেখাকে। একাধিক অভিনেতা, অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, প্রযোজকরা মুখ খুলেছিলেন তাঁর বিরুদ্ধে। কিন্তু মাস কয়েক আগে অভিনেত্রী কনীনিকা বন্দ‍্যোপাধ‍্যায়ও শ্রীলেখার সুরেই সুর মিলিয়েছিলেন। ইন্ডাস্ট্রিতে যে স্বজনপোষণ আছে সেটা স্বীকার করে ইন্ডাস্ট্রির কয়েকজন ক্ষমতাশালী পরিচালক প্রযোজকের দিকে আঙুল তুলেছিলেন ‘আয় তবে সহচরী’র নায়িকা।

Sreelekha
এবার আরো এক অভিনেত্রী সরব টলিউডের বিরুদ্ধে। তাঁর অভিযোগ, নতুন পরিচালক বা প্রযোজক হলে ইন্ডাস্ট্রিতে তার ছবি চলতে দেওয়া হয় না। যদি নামী প্রযোজক হয় তাহলে ব‍্যতিক্রম। ভাল ছবি হওয়া সত্ত্বেও প্রথম সারির প্রযোজনার ছবি মুক্তি পেলে অন‍্য ছবিকে হল থেকে সরিয়ে দেওয়া হয়। টলিউডে যে স্বজনপোষণ আছে সেটাই এক রকম স্বীকার করে নিয়েছেন ওই অভিনেত্রী।

রকম সকম দেখে মজার সুর শ্রীলেখার কণ্ঠে। সোশ‍্যাল মিডিয়ায় নাম না করেই তিনি লিখেছেন, ‘অবাক কাণ্ড আমার নেপোটিজম ভিডিও নিয়ে যে বা যারা বিরোধিতা করে আমায় ছোট করার চেষ্টা করেছিল, আমার খামতি খুঁজেছিল, তারাই দেখছি আমার কথাকে যথার্থ প্রমাণ করছে। বাহ ভাই বাহ!’

না, কারোর নাম তিনি নেননি। বরং লিখেছেন, আর কিছু তিনি বলবেন না। যারা বুদ্ধিমান তারা ঠিক বুঝে নেবেন। ততোধিক রসিক নেটিজেনদের মন্তব‍্য, শ্রীলেখার পোস্ট তো আগুন ধরিয়ে দিল! সংবাজ মাধ‍্যমের কাছে অভিনেত্রীর দাবি, ইন্ডাস্ট্রিতে কারোর আঁতে ঘা লাগলেই সে সরব হয়। তাই আগে তাঁর বিরোধিতা করলেও এখন তাঁর সুরেই সুর মেলাচ্ছেন।


Niranjana Nag

সম্পর্কিত খবর