তৃণমূলে ফিরতে চেয়ে টুইট সোনালি গুহর, ‘নেকুপুষুমুনু’ বলে কটাক্ষ শ্রীলেখার

বাংলাহান্ট ডেস্ক: রাজনৈতিক বিষয় নিয়ে চিরদিনই খোলাখুলি ভাবে আলোচনা করতে দেখা গিয়েছে শ্রীলেখা মিত্রকে (sreelekha mitra)। রাজ‍্যের শাসক দল বা কেন্দ্রের শাসক দল, উভয়ের প্রতিই তীব্র কটাক্ষ করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। সাম্প্রতিক রাজনৈতিক তরজা নিয়ে মন্তব‍্য করে প্রায়দিনই সংবাদ শিরোনামে উঠে আসেন তিনি।

এবার সোনালি গুহকে কটাক্ষ করতে দেখা গিয়েছে শ্রীলেখাকে। শনিবার হঠাৎ করেই সংবাদ শিরোনামে উঠে আসেন সোনালি গুহ (sonali guha)। একুশের নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষনা হওয়ার পরেই ক্ষোভ প্রকাশ করে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। এবার ফের সবুজ শিবিরে আসার ইচ্ছা প্রকাশ করে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়কে আবেদন জানিয়েছেন সোনালি গুহ।

sonali guha 1
এদিন তিনি টুইট করে লেখেন, ‘অত্যন্ত ভগ্ন হৃদয়ে বলছি যে, আমি আবেগপূর্ণ হয়ে চরম অভিমানে ভুল সিদ্ধান্ত নিয়ে অন্য দলে গিয়ে ছিলাম যেটা ছিল আমার চরম ভুল সিদ্ধান্ত। কিন্তু সেখানে নিজেকে মানিয়ে নিতে পারিনি। মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, তেমনই আমি আপনাকে ছাড়া বাঁচতে পারব না। দিদি, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আপনি ক্ষমা না করলে আমি বাঁচব না। আপনার আঁচলের তলে আমাকে টেনে নিয়ে, বাকি জীবনাটা আপনার স্নেহতলে থাকার সুযোগ করে দিন।’

মুহূর্তের মধ‍্যে ভাইরাল হয়ে যায় টুইটটি। এক ব‍্যক্তি টুইটটি শেয়ার করে লিখেছেন, ‘মানব জন্ম সার্থক’। সেই পোস্টটিই শেয়ার করে শ্রীলেখার কটাক্ষ, ‘নেকুপুষুমুনু আমার’। কমেন্টে একজন আর ডি বর্মন ও আশা ভোঁসলের জনপ্রিয় গান ‘ফিরে এলাম দূরে গিয়ে’র কয়েকটি লাইন উদ্ধৃত করেছেন। তাতে শ্রীলেখার মন্তব‍্য, ‘গান শুনতে পাচ্ছি আর দুজনকে স্লো মোশনে দেখতেও পাচ্ছি’।

কিছুদিন আগেই বেড ও অক্সিজেনের অভাব নিয়ে রাজ‍্য সরকারের উপরে ক্ষোভ উগরে দেন শ্রীলেখা। নিজের ফেসবুক ওয়ালে মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন অভিনেত্রী। তীব্র কটাক্ষ করে তিনি লিখেছেন, ‘মরে গেলে ২ লাখ টাকা না দিয়ে সঠিক পরিকাঠামো ও আইসিইউ বেড যুক্ত হাসপাতাল বানিয়ে দিন। এত উন্নয়ন করেছেন যে এই দুঃসময়ে দাঁড়িয়ে হাসপাতালের একটা বেড পাওয়া যাচ্ছে না।’

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর