বাংলাহান্ট ডেস্ক: দেবশ্রী রায়কে (debasree roy) নিয়ে ট্রোল যছন শেষ হয়ে হচ্ছে না। রাজনীতিকে বিদায় জানিয়ে দীর্ঘদিন পর অভিনয়ে ফিরেছেন তিনি। যেদিন থেকে তাঁর সিরিয়ালের প্রোমো প্রকাশ্যে এসেছে সেদিন থেকে নেটমাধ্যমে শুরু হয়েছে কুরুচিকর ট্রোল, মশকরা। দিনে দিনে যেন তা মাত্রাছাড়া হচ্ছে। আগেই আনন্দবাজার অনলাইনের হয়ে ট্রোলারদের সপাটে জবাব দিয়েছিলেন দেবশ্রী। এবার তাঁর পাশে দাঁড়ালেন শ্রীলেখা মিত্র (sreelekha mitra)।
আনন্দবাজার অনলাইনের মাধ্যমে দেবশ্রীর হয়ে সরব হয়েছেন শ্রীলেখা। দেবশ্রীকে চুপ না থাকার অনুরোধ করেছেন তিনি। শ্রীলেখার বক্তব্য, যারা ট্রোল করছে তারা জানেই না কত ব্যথা, অপমাধ লুকিয়ে আজ এই জায়গায় পৌঁছেছেন দেবশ্রী। এরা অভিনেত্রীদের মাধ্যমে মুহূর্তের লাইমলাইট পেতে চায়। এমনকি এখন কিছু অভিনেত্রীরাও অন্য অভিনেত্রীদের বডি শেমিং করে মজা পান।
জি বাংলায় ‘সর্বজয়া’ ধারাবাহিকের মাধ্যমে ফের টেলিভিশনে ফিরছেন দেবশ্রী। সিরিয়ালের প্রোমো প্রকাশ্যে আসতেই দেবশ্রীকে নিয়ে ট্রোল শুরু হয়েছে নেটমাধ্যমে। দেবশ্রীরই জনপ্রিয় গান ‘আমি কলকাতার রসগোল্লা’র নাচের একটি দৃশ্যের সঙ্গে দেবশ্রীর একটি ছবি কোলাজ করে বানানো হয়েছে মিম। তাতে কটাক্ষ করে লেখা, ‘রূপ নিয়ে অহংকার কোরো না মাসি, ৯০ এর সেরা রসগোল্লাও আজ বাসি’। রক্তে লেখা ছবির ‘আমি কলকাতার রসগোল্লা’ গানটিতে দেবশ্রীর নাচ তুমুল জনপ্রিয় হয়েছিল।
ইতিমধ্যেই সর্বজয়ার প্রযোজক স্নেহাশিস চক্রবর্তী ও অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় ট্রোলের বিরুদ্ধে পাশে দাঁড়িয়েছেন দেবশ্রীর। মুখ খুলেছেন অভিনেত্রী নিজেও। তিনি জানিয়ে দিয়েছেন, নেটিজেনদের দেওয়া চ্যালেঞ্জ তিনি গ্রহণ করেছেন। প্রথম থেকেই নিজের লড়াই নিজেই লড়েছেন তিনি। এবারেও তেমনটাই করবেন। তাছাড়া দেবশ্রীর কথায়, নতুন করে কিছুই প্রমাণ করার নেই তাঁর। দেশে তো বটেই, দেশের বাইরেও সম্মান পেয়েছেন তিনি। নেটমাধ্যমে এই কুৎসা তাঁর কোনো ক্ষতিই করতে পারবে না। তাই এইসব ট্রোল নিয়ে তিনি বিন্দুমাত্রও চিন্তিত নন বলেই সাফ জানিয়ে দিয়েছেন দেবশ্রী।
‘মৃত্যুকুম্ভ’ মন্তব্যের পর তীব্র কটাক্ষ! এবার মমতার সন্দেহ ‘১৪৪ বছর’ পর মহাকুম্ভ নিয়ে