প্রেমিক নেই বলে ‘হতাশ’ শ্রীলেখা! পালটা কটাক্ষে ট্রোলারদের ধুয়ে দিলেন অভিনেত্রী

বাংলাহান্ট ডেস্ক: বহু বছর ধরে বিবাহ বিচ্ছিন্না, একজন প্রেমিকও নেই। এত বছর পর নিঃসঙ্গ লাগছে শ্রীলেখা মিত্রর (sreelekha mitra)। তাই দুবাই যাওয়ার পথে তাঁর কণ্ঠে ঝড়ে পড়ল হতাশা! আর সঙ্গে সঙ্গে ট্রোল করার জন‍্য হামলে পড়লেন নেটনাগরিকদের একটা বড় অংশ। বিষয়টা হাতের বাইরে যেতেই পালটা কটাক্ষ শানিয়েছেন শ্রীলেখা।

বিষয়টা ঠিক কী ঘটেছে? আসলে বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে দুবাই গিয়েছেন শ্রীলেখা। ওপার বাংলার একগুচ্ছ তারকাদের সঙ্গে টলিউডের শ্রীলেখা মিত্র ও শ্রাবন্তী চট্টোপাধ‍্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছে দুবাইয়ের অনুষ্ঠানে। ইতিমধ‍্যেই সেখানে পৌঁছে গিয়েছেন ‘অভিযাত্রিক’ অভিনেত্রী।

IMG 20210912 191018
যাওয়ার পথেই সোশ‍্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছিলেন তিনি। উদ্দেশ‍্য ছিল নেহাত মজা। শ্রীলেখা লেখেন, ‘ধুস একটা বয়ফ্রেন্ড নেই যাকে বলব যাচ্ছি বাবু, ভীষণ মিস করব তোমায় বেবি… এখন মেয়ে ছাড়া কাউকেই টাটা করার নেই।’ কিন্তু এই পোস্টের জন‍্য যে এমন ট্রোল হতে পারেন সে কথা পরে মাথায় আসে শ্রীলেখার।

IMG 20211218 114548
কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। প্রেমিক না থাকার জন‍্য ট্রোলড হতে হয়েছে অভিনেত্রীকে। তবে চুপ করে থাকার পাত্রী নন শ্রীলেখা। পালটা একটি পোস্টে তিনি লিখেছেন, ‘শ্রীলেখা মিত্র এটা লেখার সঙ্গে সঙ্গে বুঝেছেন কেলো করেছেন। না উনি কোনও দুঃখ হতাশা থেকে, মানে বয়ফ্রেন্ড না থাকার দুঃখ হতাশা থেকে এই পোস্ট করেননি।  ফ্লাইটে উঠেই মা-বাবাকে আগে ফোন করতাম, মেয়ে নেহাত ছোট সে তার পড়াশোনার জগৎ নিয়ে আছে, ICSE দিচ্ছে। তাই ওকে বিরক্ত করি না।’

শ্রীলেখা এরপর লিখেছেন, ‘বাবা চলে যাওয়ার পর অনুভব করলাম… সত্যিই তো আমার তো সেরম কেউ নেই যাকে ঠিকঠাক পৌঁছানোর খবর দেব। তাই হালকা চালে বয়ফ্রেন্ড বিষয় বলি। প্রচুর ফ্যান-ফলোয়ারদের ভিড়ে বিশেষ কেউ হ্যাঁ এখন আর নেই, কখনও হয়তো মিস করি, অধিকাংশ সময় করি না। প্রেমটা এখন আর ঠিক আসে না, তাই আমার রোমান্টিসিজম প্রকৃতি নিয়ে, নিজেকে নিয়ে, নিজের চিন্তা-ভাবনা নিয়ে।’

IMG 20211218 114539
ট্রোলারদের তীব্র কটাক্ষ করে অভিনেত্রীর বিদ্রূপ, ‘কূপমণ্ডূক মানুষ বৃত্তের বাইরে বেশি ভাবতে পারে না, তার ফল যা হওয়ার তাই হয়। শ্রীলেখাকে বোঝাটা ঠিক আপনাদের সিলেবাসের মধ্যে পড়ে না বুঝি। শ্রীলেখা নিজেকেই ভালবাসে আর তাতেই মজে থাকে।’

দুবাই যাওয়ার পথে উড়ানের মধ‍্যে দুটি ছবি শেয়ার করে বাবার স্মৃতি চারণ করেছেন শ্রীলেখা। লিখেছেন, ‘বাবা একটা গোটা আকাশ মিস করছি তোমায়।’ দুবাইতে পৌঁছে অবশ‍্য জোর করে মন ভাল করেছেন শ্রীলেখা। কয়েকটি অলসতায় ভরা ছবি শেয়ার করেছেন তিনি। সঙ্গে দুষ্টুমিষ্টি ক‍্যাপশনে তাঁর দু চোখের গভীরতায় হারিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন অভিনেত্রী।

Niranjana Nag

সম্পর্কিত খবর