টলিউড ব‍্যস্ত শাহরুখের সঙ্গে সেলফি তুলতে, শ্রীলেখা দাঁড়ালেন মেডিকেলে অনশনরত পড়ুয়াদের পাশে

বাংলাহান্ট ডেস্ক: তাঁর কাজকর্ম বরাবরই ব‍্যতিক্রমী। অন্তত সমাজের চোখে তাই। কারণ অধিকাংশ মানুষ যেটা করেন তিনি তার উলটো পথে হাঁটেন। আর তাই প্রায় গোটা টলিউড যখন ভেঙে পড়েছে কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে, তখন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) চললেন মেডিকেল কলেজে, অনশনরত ডাক্তারি পড়ুয়াদের পাশে দাঁড়াতে। তবে উৎসবে ব‍্যস্ত ইন্ডাস্ট্রিকে কটাক্ষ শানাতেও ছাড়লেন না অভিনেত্রী।

২৮ তম KIFF এর উদ্বোধনী অনুষ্ঠান ছিল দুদিন আগেই। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বসেছিল চাঁদের হাট। অমিতাভ বচ্চন, শাহরুখ খানকে সামনে থেকে দেখে সেলফি তোলার সুযোগ ছাড়েননি প্রায় কেউই। কিন্তু ওই ভিড়ে দেখা যায়নি শ্রীলেখাকে। সোশ‍্যাল মিডিয়ায় লাইভে এসে মেডিকেলে অনশনরত ছাত্রছাত্রীদের হয়ে সুর চড়িয়েছিলেন তিনি।

sreelekha divorce
ছাত্র সংসদ নির্বাচনের দাবি নিয়ে অনির্দিষ্ট কালের জন‍্য অনশনে বসেছে মেডিকেল কলেজের একাধিক পড়ুয়া। লাইভে এসে এক ছাত্রের বার্তা পড়েন শ্রীলেখা। সেখানে ওই ছাত্র জানিয়েছেন, প্রথমে ২২ ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষনা করা হয়েছিল। কিন্তু শাসক দলের ইউনিয়ন জিততে পারবে না বুঝেই নির্বাচন বাতিল করে দেওয়া হয় বলে অভিযোগ করেন ওই ছাত্র।

সিনেমা উৎসব নিয়ে তীব্র কটাক্ষ শানিয়ে শ্রীলেখা বলেন, ‘ফিল্ম ফেস্টিভ‍্যালে অমিতাভ শাহরুখ আসুক। আর ভবিষ‍্যতের শিক্ষক, ডাক্তাররা অনশন করুক। আমরা চুপ করে থাকব। এভাবেই পিঠ বাঁচিয়ে শাহরুখের সঙ্গে সেলফি তুলে শেয়ার করব।’

শুধু সোশ‍্যাল মিডিয়া লাইভ নয়। নিজে গিয়ে মেডিকেল কলেজে অনশনরত পড়ুয়াদের সঙ্গে দেখা করেছেন শ্রীলেখা। ২০০ ঘন্টা ইতিমধ‍্যেই পেরিয়ে গিয়েছে। একজন ছাত্র ইতিমধ‍্যেই অসুস্থ হয়ে সিসিইউতে অ্যাডমিট হয়েছেন বলে জানান অভিনেত্রী। একজন অনশনকারী ছাত্রের মায়ের সঙ্গে কথা বলেন শ্রীলেখা। আহা উঁহু না করে এই ছাত্রদের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন অভিনেত্রী।


Niranjana Nag

সম্পর্কিত খবর