‘নির্ভয়া’তে সেরা সহ অভিনেত্রীর পুরস্কার, হায়দ্রাবাদে বাংলার মুখ উজ্জ্বল করলেন শ্রীলেখা

বাংলাহান্ট ডেস্ক: পরিশ্রম সার্থক। তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসব থেকে পুরস্কার ঘরে নিয়ে আসলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (sreelekha mitra)। সেরা সহ অভিনেত্রীর জন‍্য চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছেন তিনি। সেই পুরস্কার এবং স্মারক পত্রের ছবি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করে খুশির খবর শেয়ার করলেন শ্রীলেখা।

‘নির্ভয়া’ ছবির জন‍্য সেরা সহ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। ছবিতে তাঁর চরিত্রটি ছিল একজন সমাজসেবিকার। নাম নন্দিতা। ‘নির্ভয়া’ ছবির গল্প এক নাবালিকাকে নিয়ে যে গণধর্ষণের শিকার হয়। কিশোরী বয়সেই অন্তঃসত্ত্বা হয় মেয়েটি‌। এই চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী হিয়া দে। সন্তান জন্ম না দেওয়ার অধিকার চেয়ে তার আইনি লড়াইয়ে পাশে দাঁড়িয়েছিল নন্দিতা।

FB IMG 1638023070891
নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে পুরস্কার ও স্মারক পত্রের ছবি শেয়ার করে শ্রীলেখা লিখেছেন, ‘জিত সবসময় আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়।’। তেলেঙ্গানা বাংলা ফিল্ম ফেস্টিভ‍্যাল, নির্ভয়ার গোটা টিম এব‌ং পরিচালক অংশুমান প্রত‍্যুষকেও ধন‍্যবাদ জানিয়েছেন শ্রীলেখা।

হায়দ্রাবাদে তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসবে ‘নির্ভয়া’র স্ক্রিনিংয়ে উপস্থিত থাকার জন‍্য শুক্রবার হায়দ্রাবাদ পাড়ি দিয়েছিলেন শ্রীলেখা। সঙ্গে গিয়েছিলেন বিরসা দাশগুপ্ত, বিদীপ্তা চক্রবর্তী, অংশুমান প্রত‍্যুষ, গৌরব চক্রবর্তীরা। বিমানবন্দর থেকে ছবি শেয়ার করেন শ্রীলেখা। চলচ্চিত্র উৎসবে পৌঁছেও সকলের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করেন তিনি।

https://www.instagram.com/p/CW2T8KeJkyk/?utm_medium=copy_link

প্রথম দিন গোলাপি পাড়ের সবুজ শাড়িতে সেজেছিলেন শ্রীলেখা। সঙ্গে মানানসই মেকআপ, খোলা চুলে অনন‍্যা শ্রীলেখা। হায়দ্রাবাদে থাকার শেষ দিনে সোনালি পাড়ের ক্রিম রঙা শাড়ি ও হালকা রূপোলি রঙের ব্লাউজে ধরা দেন তিনি। সঙ্গে হাতে মোটা সোনার চুড়ি ও কানে ঝোলা কুন্দনের দুল। একগুচ্ছ তরতাজা অভিজ্ঞতা সঞ্চয় করে নিয়ে যাচ্ছেন তিনি হায়দ্রাবাদ থেকে, এমনটাই লিখেছিলেন শ্রীলেখা। এর আগে ভেনিস চলচ্চিত্র উৎসবেও নিজের কাজ দিয়ে বাংলার নাম উজ্জ্বল করেছিলেন অভিনেত্রী।

Niranjana Nag

সম্পর্কিত খবর