‘এক সময়ে জীবনটা শেষ করে দেওয়ার কথাও ভেবেছি’, খোলা চিঠিতে মনের কথা লিখলেন শ্রীলেখা

বাংলাহান্ট ডেস্ক: টলিপাড়ার সবথেকে অভিজ্ঞ অভিনেত্রীদের মধ্যে অন্যতম শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে রয়েছেন তিনি। কাছ থেকে দেখেছেন, চিনেছেন, নানান ধরণের অভিজ্ঞতা হয়েছে তাঁর। সে সমস্ত অভিজ্ঞতাই সমৃদ্ধ করেছে শ্রীলেখাকে। বহুবার বাধার মুখে পড়ে থমকে দাঁড়িয়েছেন তিনি। নিন্দা, সমালোচনা দমিয়ে দিতে চেষ্টা করেছে শ্রীলেখাকে। কিন্তু প্রতিবারই ঘুরে দাঁড়িয়েছেন অভিনেত্রী।

একজন অভিনেত্রী হিসেবে বিনোদন জগতে সফর শুরু করেছিলেন শ্রীলেখা। আজ তিনি নিজস্ব প্রযোজনা সংস্থা খুলেছেন। তাঁর প্রযোজনা সংস্থায় তৈরি হওয়া ছবি ‘এবং ছাদ’ একাধিক পুরস্কার জিতে নিয়েছে ইতিমধ্যেই। এবার আরো এক সুখবর দিলেন শ্রীলেখা। একটি অ্যাড ফিল্মও পরিচালনা করেছেন তিনি।

   

sreelekha mitra 3

সুখবর দেওয়ার আগে একটি খোলা চিঠি লিখলেন শ্রীলেখা। নিজের জীবনকে উদ্দেশ্য করেই তাঁর এই খোলা চিঠি। অভিনেত্রী লিখেছেন, ‘হ্যাঁ, তোমার মজাগুলো বুঝতে, ছুড়ে দেওয়া চ্যালেঞ্জগুলো বুঝতে একটু সময় লেগেছে। পড়ে গিয়েছি, আঘাত পেয়েছি, ভেবেছি আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছো। হ্যাঁ সেকেন্ডের ভগ্নাংশের জন্য ভেবেছি তোমাকে (জীবন) শেষ করে দেব। মনে হয়েছিল আমার পক্ষে আর কিছুই হচ্ছে না। কিন্তু যখন তুমি হাসলে আর আমাকে ইতিবাচকতায় উদ্বুদ্ধ করে তুললে, সব বাধা বিপত্তি আপন করেই আমি ধীরে ধীরে নিজেকে খুঁজে পেলাম’।

নিজের সোশ্যাল মিডিয়া অনুগামী, শুভাকাঙ্খীদের উদ্দেশে শ্রীলেখা বলেন, অভিনেত্রী হিসেবে সকলেই তাঁকে দেখেছেন। কিন্তু পরিচালক হিসাবে তাঁর সম্পর্কে তেমন ধারণা মানুষের নেই। তাঁর বানানো স্বল্প দৈর্ঘ্যের ছবি এবং ছাদ বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে সম্মানিত হয়েছে বটে, তবে আগামী প্রোজেক্টগুলোতে বিনিয়োগের জন্য এখনো অপেক্ষা করে রয়েছেন তিনি। এর মাঝেই প্রথম অ্যাড ফিল্ম পরিচালনা নিঃসন্দেহে একটা বড় কৃতিত্ব।

প্রসঙ্গত, ‘এবং ছাদ’ এর পর আরো তিনটি ছবি পরিচালনা করতে চলেছেন শ্রীলেখা। দেশ বিদেশে একাধিক ফিল্ম ফেস্টিভ্যালে সম্মানিত হয়েছে তাঁর ছবি। ২১ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও মহিলা পরিচালক ক্যাটেগরিতে মনোনীত হয়েছিল অভিনেত্রীর এই ছবি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর