বাংলাহান্ট ডেস্ক: দত্তক সারমেয় শিশুকে খুনের অভিযোগে রেড ভলান্টিয়ার শশাঙ্ক ভাভসরের (shasanka bhavsar) বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (sreelekha mitra)। অভিনেত্রীর শর্ত মেনে এক ছোট্ট কুকুর ছানাকে দত্তক নিয়েছিলেন শশাঙ্ক। কথা রেখে তাঁর সঙ্গে কফি ডেটেও গিয়েছিলেন শ্রীলেখা। কিন্তু দুদিন আগে অভিযোগ ওঠে কুকুর ছানাটিকে খুন করেছেন শশাঙ্ক।
যার থেকে সারমেয়টিকে দত্তক নিয়েছিলেন শশাঙ্ক সেই দময়ন্তী সেনই অভিযোগ তোলেন। বিষয়টি কানে পৌঁছায় শ্রীলেখারও। ফেসবুকে তিনিও ক্ষোভ উগরে দেন। ‘বাচ্চাটাকে রাখতে না পারলে নিয়েছিলে কোন স্পর্ধায়? আমার সঙ্গে ডেটে যাওয়ার লোভে?’ প্রশ্ন ছোঁড়েন শ্রীলেখা। তাঁকে সমর্থন করেন ইন্ডাস্ট্রির সতীর্থ তথা নেটনাগরিকদের একটা বড় অংশ।
এই ঘটনার আঁচ গড়িয়েছে আইনি পথেও। একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে এক মহিলা শশাঙ্কর চুলের মুঠি ধরে নাগাড়ে কিল, চড়, লাথি মেরে চলেছেন তাঁকে। সঙ্গে রয়েছেন দময়ন্তী সেনও। পশুপ্রেমী ফোরামের এই সদস্যরাই শশাঙ্ককে এভাবে মারধোর করেছেন, এমনি অভিযোগ তুলেছেন তাঁর আত্মীয় পরিজন ও এলাকাবাসীরা। উপরন্তু শশাঙ্কের বিরুদ্ধে সারমেয় খুনের অভিযোগও উড়িয়ে দিয়েছেন তারা। দু তরফেই বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
মঙ্গলবার রাতে একটি ভিডিও শেয়ার করে মনের কষ্ট প্রকাশ করেছিলেন শ্রীলেখা। তাঁর ফোলা চোখ থেকে স্পষ্টই বোঝা যাচ্ছিল কান্নাকাটি করেছেন তিনি। কিন্তু অনেকেই কটাক্ষ করেছেন, লাইমলাইট পেতেই এই ঘটনা ঘটিয়েছেন শ্রীলেখা। কিন্তু অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন তিনি নিজেও পশুপ্রেমী। একাধিক সারমেয় রয়েছে তাঁর বাড়িতে। কিন্তু এ বিশ্বাসঘাতকতা তিনি আগে থেকে বুঝতে পারেননি।
শশাঙ্ককে মারধোরের ভিডিও প্রকাশ্যে আসতে ফের মুখ খুলেছেন শ্রীলেখা। তিনি লিখেছেন, ‘ভগবান না করুন, কারও নিজের বাচ্চা মারা গেলে সে মাথা ঠান্ডা রাখতে পারত কি? না আমি জাস্টিফাই করছি না, যাঁরা ওই ছেলেটাকে মেরেছে তাঁদের। কিন্তু জানেন তো, এই নোংরা রাস্তার কুকুরগুলো, আমাদের সন্তানসম। তাই সন্তানের মৃত্যুতে তারা জ্ঞানশূন্য হয়ে পড়েছিল। আপনাদের হলে আপনারা কী করতেন?’
শ্রীলেখার বক্তব্য, কে তাকে কী বললে তাতে তাঁর কিছুই যায় আসে না। সকলে যখন বিজেপি বা তৃণমূলে যোগ দিচ্ছিল তখন তিনি সিপিএমের হয়েই প্রচার করেছিলেন। নিজের কাছে ছাড়া আর কারো কাছে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন মনে করেন না তিনি।