বাংলাহান্ট ডেস্ক: বরাবরই স্পষ্টবক্তা বলেই পরিচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র (sreelekha mitra)। মনে যা তাঁর মুখেও তাই। রাজনৈতিক অবস্থান হোক বা ব্যক্তিগত যেকোনো বিষয়, খুল্লমখুল্লা ভাবে কথা বলতেই পছন্দ করেন তিনি। এজন্য তাঁর নিন্দুকের সংখ্যাও নেহাত কম নেই। কিন্তু সোশ্যাল মিডিয়ার ট্রোল, সমালোচনাকে পাত্তা দেওয়ার পাত্রী নন শ্রীলেখা।
এই মুহূর্তে সুইজারল্যান্ডে রয়েছেন অভিনেত্রী। ভেনিস চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে আদিত্যবিক্রম সেনগুপ্তের ছবি ‘ওয়ান্স আপন আ টাইম ইন কলকাতা’। দীর্ঘ ২১ বছর পর কোনো বাংলা ছবি মনোনীত হল ভেনিস চলচ্চিত্র উৎসবে। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শ্রীলেখা। তাই অনুষ্ঠানে যোগ দিতেই তিনি পাড়ি দিয়েছেন ইউরোপে।
সেখানে পৌঁছে ইস্তক একের পর এক ছবি শেয়ার করে চলেছেন অভিনেত্রী। প্রতিটি ছবি, ভিডিওতেই বেশ ফুরফুরে মেজাজে দেখা গিয়েছে তাঁকে। তবে সম্প্রতি এমন একটি ছবি তিনি শেয়ার করেছেন যা দেখে চমকে গিয়েছেন নেটনাগরিকরা। পরনে ছোট্ট কালো পোশাক, ঢেউ খেলানো চুল নেমে এসেছে কাঁধের উপর, হাতে ধরা একটি লাঠি। লাল লিপস্টিকে রাঙানো ঠোঁট, মায়াবী চাহনিতে লাস্যময়ী শ্রীলেখা।
ক্যাপশনে যা লিখেছেন তাঁর অর্থ, যৌনতার খেলায় নিজের হাতে লাগাম রাখতে পছন্দ করেন অভিনেত্রী। যৌনতাকে ‘ট্যাবু’ হিসেবে দেখতে পছন্দ করেন না তিনি। এর আগেও এ বিষয়ে স্পষ্ট কথা বলতে শোনা গিয়েছে শ্রীলেখাকে। অনুরাগীরা তাঁর সৌন্দর্যের রহস্য জানতে চাইলে তিনি উত্তর দিয়েছিলেন, বয়স বা জাতপাত কোনো বাধা নয়। শুধু যৌনতা বারবার।
এর জেরে কম সমালোচিত হতে হয়নি শ্রীলেখাকে। এমনই নাম না করে বিজেপি নেত্রী তথা অভিনেত্রী রিমঝিম মিত্রও তাঁকে ‘রতিক্রিয়াপ্রেমী দিদিমণি’ বলে কটাক্ষ শানিয়েছিলেন। কিন্তু সমস্ত সমালোচনা ফুৎকারে উড়িয়ে প্রতিবার দুরন্ত কামব্যাক করেছেন শ্রীলেখা। এবারেও এই ছবির মাধ্যমে তিনি বুঝিয়ে দিলেন ট্রোল, কটাক্ষে দমিয়ে রাখা যাবে না তাঁকে।