শ্রীলেখা ‘থলথলে বৌদি’! কুরুচিকর ভাষায় আক্রমণ রিমঝিমের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: আবারো প্রকাশ‍্যে শ্রীলেখা মিত্র (sreelekha mitra)-রিমঝিম মিত্র (rimjhim mitra) দ্বৈরথ। সোশ‍্যাল মিডিয়ায় অত‍্যন্ত কুরুচিকর ভাষায় শ্রীলেখাকে আক্রমণ করতে দেখা গিয়েছে রিমঝিমকে। সেই মন্তব‍্যের স্ক্রিনশট সোশ‍্যাল মিডিয়ায় পোস্ট করে তীব্র কটাক্ষ করেছেন অভিনেত্রী।

শ্রীলেখার পোস্ট করা স্ক্রিনশটে রিমঝিমের একটি কমেন্ট দেখা গিয়েছে। তিনি লিখেছেন, ‘থলথলে বৌদি আমায় ব্লকিয়েছে। কমরেট মাংস পিণ্ড কি এটা ঠিক করল আমার সঙ্গে?’ পোস্টটি শেয়ার করে শ্রীলেখা লিখেছেন, ‘নিজেরাই দেখে নিন। চাইনা এটা নিয়ে খবর হোক বেশি পাত্তা পেয়ে যাবে।’

sreelekha mitra attacks tmc
শ্রীলেখার পোস্টে ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। কমেন্ট করেছেন অভিনেতা জয়জিৎ ব‍্যানার্জী ও সুজয় প্রসাদ চ‍্যাটার্জী। জয়জিৎ লিখেছেন, ‘ভাষার ও মানসিকতার কি দুর্দশা’। সুজয় প্রসাদের প্রশ্ন, ‘রিমঝিম তুমি এটা কীভাবে লিখলে? তুমি এটা করলে? তোমাকে আমি ছোট থেকে চিনি বলে কৈফিয়ত চাইছি। তোমার মতোই শ্রীলেখাও আমার খুব প্রিয়।’


নেটিজেনদের বক্তব‍্য, ‘যে দলে গিয়েছে সেই দলের মতোই মানসিকতা হয়েছে’। একজন লিখেছেন, ‘একজন মেয়েকে এমন নোংরা ভাষায় আক্রমণ করে উনি নিজেই ওনার রুচিবোধের পরিচয় দিয়ে দিলেন’। অনেকেই লিখেছেন রিমঝিমের থেকে এমনটা আশা করা যায়নি। তবে এই কমেন্টটি আদৌ রিমঝিম করেছেন কিনা তা যাচাই করা যায়নি।


এর আগেও শ্রীলেখার সঙ্গে রিমঝিমের রাজনৈতিক বিবাদ প্রকাশ‍্যে এসেছিল। একটি পোস্টে শ্রীলেখা দাবি করেছিলেন নির্বাচনের আগে এক তারকাকে সাত কোটি টাকা দিয়ে কিনেছে বিজেপি। তাঁর এই পোস্টেই পালটা প্রশ্ন ছুঁড়ে দেন রিমঝিম।

রিমঝিম লেখেন, তিনি জানেন না তাই জিজ্ঞাসা করছেন। শ্রীলেখা তাঁর দিদির মতো। তবে প্রমাণ ছাড়া এমন সরাসরি অভিযোগ করলে অসুবিধা হতে পারে। দল আইনি ব‍্যবস্থা নেবে এমন কথাও হুমকির সুরে জানিয়ে দেন রিমঝিম। অপরদিকে শ্রীলেখার বক্তব‍্য, প্রমাণ নিয়েই তিনি নামটা বলবেন। তবে তিনি এটাও বলতে ছাড়েননি, ‘যাক জেলে পাঠাক। জেলেই তো পাঠাবে, কিনতে তো পারেনি আমায় কি করবে বল?’

সম্পর্কিত খবর

X