টলিপাড়ার নতুন ‘শোভন-বৈশাখী’ কাঞ্চন-শ্রীময়ী? দুজনকে রঙ মিলান্তি সাজে দেখে কী বললেন পিঙ্কি!

বাংলাহান্ট ডেস্ক: বন্ধু এবং শিক্ষকের জন্মদিন বলে কথা! রঙ মিলান্তি পোশাক পরে কাঞ্চন মল্লিকের (Kanchan Mullick) সঙ্গে ক‍্যামেরাবন্দি হন শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। প্রথমে লাল সাদা সাজে সেজে একদফা চমক দেন সকলকে। তারপর একেবারে জন্মদিনের পার্টিতে হট ব্ল‍্যাকে দেখা মেলে শ্রীময়ী কাঞ্চনের।

অভিনেতা বিধায়ক কাঞ্চনকে বরাবর নিজের ‘মেন্টর’ এবং ভাল বন্ধু হিসাবেই পরিচয় দিয়ে এসেছেন শ্রীময়ী। প্রতি বছর তাঁর জন্মদিনে নিয়ম করে শুভেচ্ছা বার্তা পাঠান অভিনেত্রী। গত বছরে এই সময় নাগাদই দুজনের বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগ এনেছিলেন কাঞ্চন জায়া পিঙ্কি বন্দ‍্যোপাধ‍্যায়।

IMG 20220506 191542
সেসব বিতর্ক এখন স্তিমিত হতেই আবার একসঙ্গে কাঞ্চন শ্রীময়ী। টলিপাড়ার নতুন শোভন বৈশাখীর মতোই রঙ মিলান্তি সাজে সাজছেন দুজনে। কাঞ্চনের জন্মদিনে লাল সাদা শাড়ি, স্লিভলেস লাল ব্লাউজ, কপালে লাল টিপ, খোলা চুলে সেজেছিলেন পর্দার ‘রাধারাণী’। পাশে সাদা পাঞ্জাবি আর লাল ধুতিতে উজ্জ্বল বিধায়ক। ক‍্যাপশনে শ্রীময়ী লিখেছিলেন, ‘জন্মদিন শুভ হোক। আগামী দিনগুলো সুখে ও শান্তিতে কাটুক।’

এরপর কাঞ্চনের বাড়িতে বার্থডে পার্টিতেও আমন্ত্রিত ছিলেন শ্রীময়ী। এদিন দুজনকেই দেখা গেল আদ‍্যোপান্ত কালো পোশাকে। বিধায়কের কোমর জড়িয়ে হাসিমুখে ছবি তুললেন শ্রীময়ী। সঙ্গে ধন‍্যবাদ জানালেন কাঞ্চনের পরিবার পরিজনকে, তাঁকে আমন্ত্রণ জানানোর জন‍্য।

https://www.instagram.com/p/CdSEHDcrbPu/?igshid=YmMyMTA2M2Y=

এদিন সবাই থাকলেও দেখা মেলেনি অভিনেতার স্ত্রী পিঙ্কির। কাঞ্চন শ্রীময়ী মাঝে বেশ কিছুদিন ক‍্যামেরা এড়িয়ে গেলেও এখন আবার তাঁরা যুগলে লেন্সের সামনে, হাসিমুখে। কিন্তু দেখা নেই পিঙ্কির। কারণটা কী? সংবাদ মাধ‍্যমের প্রশ্ন এড়িয়ে গিয়েছেন তিনি। কোনো মন্তব‍্য করতে চাননি এ ব‍্যাপারে।

প্রসঙ্গত, গত বছর জুন মাস নাগাদ কাঞ্চনের বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগ এনেছিলেন স্ত্রী পিঙ্কি। প্রায় এক মাস ধরে চলেছিল সেই বিতর্ক। মাঝে কিছুদিন একসঙ্গে ক‍্যামেরাবন্দি হওয়া বন্ধ করলেও উত্তেজনা থামতেই ফের একসঙ্গে দেখা যেতে শুরু করেছে কাঞ্চন শ্রীময়ীকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর