‘খুলেও দেখেনি একবার’! কাঞ্চনকে নিয়ে অভিমানী শ্রীময়ী

বাংলাহান্ট ডেস্ক : চলতি বছরেই বিয়ে সেরেছেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। এই নিয়ে তৃতীয় বার বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেতা বিধায়ক। নিজের থেকে বয়সে ঢের ছোট শ্রীময়ীকে বিয়ে করে সমালোচনার মুখেও পড়েছিলেন তিনি। বিয়ের আগে থেকেই বিভিন্ন সময়ে ট্রোলড হয়েছেন কাঞ্চন শ্রীময়ী (Sreemoyee Chattoraj)। কিন্তু নিন্দুকদের মুখে ঝামা ঘষে দিব্যি সুখে সংসার করছেন দুজনে।

বিয়ের পর প্রথম পুজো কাঞ্চন শ্রীময়ীর (Sreemoyee Chattoraj)

বিয়ের পর এটাই প্রথম পুজো কাঞ্চন শ্রীময়ীর (Sreemoyee Chattoraj)। নবদম্পতিদের এ নিয়ে আলাদাই একটা উত্তেজনা কাজ করে। শ্রীময়ীর (Sreemoyee Chattoraj) কি পরিকল্পনা এ বছরের পুজো নিয়ে? অভিনেত্রী অবশ্য জানান, এ বছরে আলাদা করে কিছুই পরিকল্পনা নেই। আসলে বিয়ে নতুন হলেও শ্রীময়ীর (Sreemoyee Chattoraj) কাছে কাঞ্চন মানুষটা নতুন নন। বিগত ১২ বছর ধরে পরস্পরকে চেনেন তাঁরা।

আরো পড়ুন : পুজোয় একই দিনে মুক্তি ৩ ছবির, দেব-মিঠুন নাকি আবির, কে হাসবে শেষ হাসি!

বিয়ের আগের পুজো

শ্রীময়ী (Sreemoyee Chattoraj) জানান, বিয়ের আগে পুজোর সময়ে একদিনই তাঁদের দেখা হত। কাঞ্চনদের ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবদের নিয়ে একটি গ্রুপের আড্ডা বসত একদিন। খরাজ চট্টোপাধ্যায়ের বাড়িতে হত গানবাজনা। সেখানে উপস্থিত থাকতেন শ্রীময়ীও। আর বিগত কয়েক বছর ধরে শ্রীময়ীর (Sreemoyee Chattoraj) মধ্য কলকাতার বাড়ির এলাকার কাউন্সিলর কাঞ্চনকে পুজোয় নেমন্তন্ন করেন। সেই সূত্রে ষষ্ঠীতে একসঙ্গে প্যান্ডেল হপিংয়ে বেরোতেন তাঁরা। যদিও দুজনে একা নয়, কাঞ্চনের বন্ধু, তাঁর স্ত্রী সন্তানও তাঁদের সঙ্গে যেতেন বলে জানান শ্রীময়ী (Sreemoyee Chattoraj)।

আরো পড়ুন : আগে থেকেই পুত্রবধূর ভবিষ্যৎ বলে দিয়েছিলেন মিঠুন, মাদলসাকে ‘ঠকিয়ে’ বিয়ে করেন মিমো!

এবার কী পরিকল্পনা

অবশেষে বিয়ের পর কাঞ্চনকে নিজের করে পেয়েছেন শ্রীময়ী (Sreemoyee Chattoraj)। তবে এবছরেও পুজোটা পরিবারের সঙ্গেই কাটানোর ইচ্ছা রয়েছে বলে জানান শ্রীময়ী। পাশাপাশি বাড়িতেও বন্ধুবান্ধবরা আসবেন। প্যান্ডেল হপিংয়ের এ বছর তেমন প্ল্যান নেই বলেই জানান শ্রীময়ী (Sreemoyee Chattoraj)। আর পুজোর কেনাকাটা?

Sreemoyee Chattoraj

অভিনেত্রীর বক্তব্য, বিয়েতে নাকি তিনি এত উপহার পেয়েছেন যে আগামী দু বছরও কিছু না কিনে আরামসে চলে যাবে তাঁর। তবে শাড়ি তিনি কিনেছেন। কাঞ্চনের প্রতি শ্রীময়ীর অভিযোগ, তিনি নিজে পছন্দ করে কিছু আনতে পারেন না। তাই সেসব ঝুটঝামেলায় না গিয়ে স্ত্রীর হাতে এটিএম কার্ড তুলে দেন তিনি। শ্রীময়ী নিজেই পছন্দ করে কাঞ্চনের জন্য জামাকাপড় কিনে আনেন। তবে স্বামীর প্রতি অভিমানও হয়েছে শ্রীময়ীর। এত কিছু কিনে এনেছেন তিনি, আর কাঞ্চন কিনা একটাও খুলে দেখেননি! অবশ্য তা বলাতে স্ত্রীর মান ভাঙাতে নিজেই সেসব জামাকাপড় কাঞ্চন গুছিয়ে রেখেছেন বলেও জানান শ্রীময়ী।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর