আর রাখা গেল না লুকিয়ে, বিয়ের মাত্র ৭ মাস পরেই সন্তান এল শ্রীময়ীর! কী নাম রাখলেন?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : দীপাবলিতে অকল্পনীয় সারপ্রাইজ দিলেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। মা হয়েছেন অভিনেত্রী! না, একেবারেই গুঞ্জন নয়, সম্পূর্ণ সত্য। আলোর উৎসবেই নতুন সদস্য এসেছে তারকা দম্পতির পরিবারে। বিয়ের পর মাত্র সাত মাসেই মা হলেন শ্রীময়ী (Sreemoyee Chattoraj)। তাঁর কোল আলো করে এল ফুটফুটে কন্যা সন্তান।

মা হলেন শ্রীময়ী (Sreemoyee Chattoraj)

হাসপাতাল থেকেই সংবাদ মাধ্যমকে শ্রীময়ী (Sreemoyee Chattoraj) জানান, তিনি এবং সদ্যোজাত দুজনেই ভালো আছেন। তবে ধকল গিয়েছে, তাই শরীরে ক্লান্তি রয়েছে। মেয়ের ব্যাপারে অভিনেত্রী জানান, খুব ফুটফুটে হয়েছে। বেবিকট একেবারে আলো করে শুয়ে রয়েছে। বাস্তবিকই কাঞ্চন শ্রীময়ীর (Sreemoyee Chattoraj) জীবনে আলোর উৎসবে নতুন আলো নিয়ে এসেছে তাঁদের কন্যা সন্তান।

আরো পড়ুন : Fact Check: ‘বুলবুল’কে হারিয়েই কি নজরুলের সৃষ্টি ‘বাগিচায় বুলবুলি’? জানুন, সেই নিদারুণ সত্যিটা

কী প্রতিক্রিয়া কাঞ্চনের?

দ্বিতীয় বার বাবা হয়েছেন কাঞ্চন। কী প্রতিক্রিয়া অভিনেতা বিধায়কের? শ্রীময়ী (Sreemoyee Chattoraj) জানান, আনন্দ ধরছে না কাঞ্চনের। স্বয়ং দেবীই তাঁদের সংসারে মেয়ে হয়ে এসেছেন বলে মত অভিনেতার। সোশ্যাল মিডিয়ায় যুগলে একটি বার্তা দিয়েছেন তাঁরা। লিখেছেন, ‘এমন শুভদিনে জীবনের সেরা খবরটা শেয়ার করতে চাই আমরা। আমরা এখন তিন। আমাদের কন্যা কৃশ্বীকে আশীর্বাদ করবেন’। এমন অপ্রত্যাশিত খবরে বিরাট চমকেছেন নেটিজেনরাও।

আরো পড়ুন : অভিনেত্রী থেকে নেত্রী, অপরাজিতা আঢ্যও এবার রাজনীতিতে! কোন দলে যোগ দিচ্ছেন?

মেয়েকে নিয়ে কবে ফিরবেন?

শ্রীময়ী (Sreemoyee Chattoraj) জানিয়েছেন, পুরো সময়টা কাঞ্চন তাঁর পাশেই ছিলেন। মেয়ের জন্মের পরেই আনন্দে চিৎকার করে ওঠেন তিনি। আপাতত পাঁচ দিন শ্রীময়ী এবং সদ্যোজাত হাসপাতালেই থাকবেন বলে খবর। তারপর মেয়েকে নিয়ে বাড়ি ফিরবেন কাঞ্চন শ্রীময়ী।

Sreemoyee Chattoraj

দীপাবলির দিনেই শ্রীময়ীকে দেখে সন্দেহ হয়েছিল নেটিজেনদের। অনেকেই বলেছিলেন, বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছে অভিনেত্রীর। কিন্তু তা উড়িয়ে দিয়ে শ্রীময়ী বলেছিলেন, ভারী শাড়ি পরার জন্যই এমন লাগছে। তবে এখন আর কোনো রাখঢাক নয়। মেয়ের জন্মের খবর ঢাক ঢোল পিটিয়েই জানিয়েছেন তাঁরা।

 

View this post on Instagram

 

A post shared by KanchanMullick (@kanchanthinksreaal)

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X