বাংলাহান্ট ডেস্ক: শরীরে জড়ানো শুধু একটি সাদা তোয়ালে। ভেজা চুল ছড়িয়ে রয়েছে পিঠে। এমন সাজেই শাহরুখ-কাজলের ছবির রোম্যান্টিক গানে চুটিয়ে নাচলেন শ্রীময়ী চট্টরাজ (sreemoyee chattoraj)। ইদানিং তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে উঁকি দিলেই চোখে পড়বে একের পর এক রোম্যান্টিক রিল। বেশির ভাগ রিল ভিডিওতেই তিনি একা। কিন্তু ব্যাকগ্রাউন্ডে কখনো রবীন্দ্রসঙ্গীত আবার কখনো পুরনো দিনের হিন্দি প্রেমের গান। লক্ষণ বলছে প্রেমে পড়েছেন শ্রীময়ী।
এই ভিডিওর পরের দিনই ঘুরতে বেরিয়ে পড়েছেন অভিনেত্রী। মনের রঙ উছলে পড়েছে তাঁর পরনের পোশাকেও। রামধনু রঙা টিশার্ট, রিপড জিনস, লেপার্ড প্রিন্টের স্কার্ফ ও মাস্ক পরে গন্তব্যে উড়ে গিয়েছেন তিনি। গন্তব্যটা কোথায়? তা ঝেড়ে কাশেননি অভিনেত্রী। এর পরের দিনের ছবিতে নিয়ন গ্রিন রঙা পুলওভার, ডেনিম হট প্যান্ট এবং কালো ট্র্যাক প্যান্টে ধরা দিয়েছেন তিনি। ছবি বলছে কোনো পাহাড়ি জায়গায় ঘুরতে গিয়েছেন শ্রীময়ী। তবে সেটা কোথায় তা এখনো খোলসা করেননি তিনি।
সংবাদ মাধ্যম থেকে শ্রীময়ীকে প্রশ্ন করা হয়েছিল নেহাত ঘুরতে যাচ্ছেন নাকি কোনো কাজে? উত্তরে আক্ষেপ ঝড়ে পড়েছিল অভিনেত্রীর গলায়। এখানেই নাকি তাঁকে কেউ কাজের জন্য ডাকছে না। বাইরে থেকে আর কে ডাকবে। মাস কয়েক আগে কাঞ্চন মল্লিক শ্রীময়ী চট্টরাজ পিঙ্কি বন্দ্যোপাধ্যায় বিতর্কে তোলপাড় হয়েছিল বিনোদন তথা নেটদুনিয়া।
https://www.instagram.com/reel/CSgYMayDSv0/?utm_medium=copy_link
https://www.instagram.com/p/CSjTRuXFP65/?utm_medium=copy_link
সে সময় পিঙ্কির উদ্দেশে তীব্র কটাক্ষ করে শ্রীময়ী বলেছিলেন সম্পূর্ণটাই প্রচারের আলোয় আসার জন্য করছেন পিঙ্কি। তাঁকে অভিনয়ের মাধ্যমে কেউ চেনে না। তিনি শুধুই কাঞ্চনের স্ত্রী। আর সেই পরিচিতির জন্যই তাঁর কাছে এত ফোন যাচ্ছে। কিন্তু শ্রীময়ীর কথায়, তিনি নিজে একজন স্বতন্ত্র মানুষ। তাঁর একটা আলাদা পরিচিতি আছে। এই সব ‘গুজবে’ সেটা নষ্ট হচ্ছে।