বয়স্ক পুরুষদের দিকেই নজর, জীবনসঙ্গী নিয়ে অকপট শ্রীময়ী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: চর্চায় এখন শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিকের (Kanchan Mullick) সঙ্গে যেদিন থেকে নাম ছড়িয়েছে সেদিন থেকেই স‌বাদ শিরোনামে ‘কৃষ্ণকলি’র খলনায়িকা। পর্দার মতো বাস্তবেও নিজের জীবনে শ্রীময়ীকে খলনায়িকার তকমাই দিয়েছিলেন কাঞ্চনের স্ত্রী পিঙ্কি চট্টোপাধ‍্যায়। সে সব বিতর্ক অবশ‍্য এখন অতীত। মাঝে মধ‍্যেই কাঞ্চনের কোমর জড়িয়ে ধরে ক‍্যামেরাবন্দি হচ্ছেন শ্রীময়ী। নিজের পছন্দের পুরুষের ব‍্যাপারেও মুখ খুলতে শোনা গিয়েছে তাঁকে।

কৃষ্ণকলি সিরিয়ালে রাধারাণী চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন শ্রীময়ী। তখনি কাঞ্চনের সঙ্গে একটি রিল ভিডিও শেয়ার করেছিলেন তিনি সোশ‍্যাল মিডিয়ায়। বিষয়টা নিয়ে তখন কোনো গণ্ডগোল না হলেও গত বছর জুন নাগাদ বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগ ওঠে শ্রীময়ী কাঞ্চনের বিরুদ্ধে। অভিযোগ করেন কাঞ্চন জায়া পিঙ্কি।


দুজনের কেউই অবশ‍্য এই সম্পর্কের গুঞ্জনে মান‍্যতা দেননি। তবে নিজের পছন্দের পুরুষের ব‍্যাপারে একবার প্রকাশ‍্যেই মুখ খুলেছিলেন শ্রীময়ী। কয়েক বছর আগে দিদি নাম্বার ওয়ানে এসে একথা ফাঁস করেছিলেন তিনি।

কেমন হবে শ্রীময়ীর স্বপ্নের পুরুষ? অভিনেত্রী জানিয়েছিলেন, সম বয়সী হলে চলবে না। নিজের থেকে বয়সে বড় হতে হবে। জীবনসঙ্গী হিসাবে বয়স্ক পুরুষই পছন্দ করেন শ্রীময়ী, যে তাঁর যত্ন করবে, খেয়াল রাখবে। সেই পুরুষকে কি তিনি পেয়েছেন? তা অবশ‍্য জানাননি শ্রীময়ী। তবে কাঞ্চনের সঙ্গে তাঁর সম্পর্কের রসায়ন নিয়ে নানান কথা চলছে এখনো।


আসলে সম্প্রতি কাঞ্চনের বাড়িতে বার্থডে পার্টিতেও আমন্ত্রিত ছিলেন শ্রীময়ী। এদিন দুজনকেই দেখা গিয়েছে আদ‍্যোপান্ত কালো পোশাকে। বিধায়কের কোমর জড়িয়ে হাসিমুখে ছবি তুলেছেন শ্রীময়ী। সঙ্গে ধন‍্যবাদ জানিয়েছেন কাঞ্চনের পরিবার পরিজনকে, তাঁকে আমন্ত্রণ জানানোর জন‍্য।

এদিন সবাই থাকলেও দেখা মেলেনি অভিনেতার স্ত্রী পিঙ্কির। কাঞ্চন শ্রীময়ী মাঝে বেশ কিছুদিন ক‍্যামেরা এড়িয়ে গেলেও এখন আবার তাঁরা যুগলে লেন্সের সামনে, হাসিমুখে। কিন্তু দেখা নেই পিঙ্কির। কারণটা কী? সংবাদ মাধ‍্যমের প্রশ্ন এড়িয়ে গিয়েছেন তিনি। কোনো মন্তব‍্য করতে চাননি এ ব‍্যাপারে।

X