বাংলাহান্ট ডেস্ক : বিয়ের আগে কাঞ্চন মল্লিকের বাড়ির একাধিক পুজোর দায়িত্ব সামলাতে দেখা গিয়েছিল শ্রীময়ী চট্টরাজকে (Sreemoyee Chattoraj)। বিয়ের পরেও কাঞ্চনের (Kanchan Mallick) বাড়ির গণেশ পুজোর দায়িত্ব পড়ল শ্রীময়ীর কাঁধে। পাঁচ বছরে পড়েছে এই পুজো। বিয়ের পর একসঙ্গে এটাই প্রথম গণেশ পুজো কাঞ্চন শ্রীময়ীর (Sreemoyee Chattoraj)। গণপতি বাপ্পার কাছে কী চাইলেন অভিনেত্রী?
পুজোর দায়িত্ব শ্রীময়ীর (Sreemoyee Chattoraj) কাঁধে
সকাল থেকেই পুজোর কাজে খুব ব্যস্ত শ্রীময়ী (Sreemoyee Chattoraj)। মূর্তি কেনা থেকে শুরু করে পুজোর সমস্ত জোগাড় করতে হয়েছে তাঁকেই। কাঞ্চন হোমযজ্ঞে যোগ দিয়েছেন। ঘরোয়া ভাবেই হয়েছে সব আয়োজন। সন্ধ্যায় কয়েকজন আত্মীয় স্বজন আসবেন বলে জানান শ্রীময়ী (Sreemoyee Chattoraj)। গণেশ ঠাকুরের কাছে কী চাইলেন? শ্রীময়ী জানান, একটি সুস্থ পৃথিবী, যেখানে সকলে সুখে শান্তিতে থাকতে পারবেন, এমনি প্রার্থনা করেছেন তিনি। সকলে যেন সুস্থ ভাবে থাকতে পারে, কাউকে যেন চোখের জল ফেলতে না হয়, এমনটাই কামনা শ্রীময়ীর (Sreemoyee Chattoraj)।
আরো পড়ুন : Dev: ‘CM এর নাম পাল্টে MP’, কুণালের কটাক্ষে পালটা দেব লিখলেন, ‘যাচাই না করে মন্তব্য না করাই ভালো’
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অকপট শ্রীময়ী
কিছুদিন আগেই জন্মাষ্টমীতে বাড়িতে গোপালের আরাধনা করেছিলেন শ্রীময়ী (Sreemoyee Chattoraj) কাঞ্চন। ভবিষ্যৎ পরিকল্পনার ব্যাপারে কী ভাবলেন তাঁরা? গণপতি বাপ্পার কাছে এ বিষয়ে কী প্রার্থনা করলেন? শ্রীময়ীর বক্তব্য, ভবিষ্যৎ পরিকল্পনার জন্য ঈশ্বরের কাছে কিছু চাইছেন না তিনি। কারণ এর জন্য সময় দিতে হবে কাঞ্চনকে, যা তিনি দিতে পারছেন না। বিয়ের পর থেকে নাকি সময়ই পাচ্ছেন না অভিনেতা বিধায়ক।
আরো পড়ুন : Jhilam Gupta: ‘আচমকাই আমার…’, দশ বছর বয়সে নিজের পরিবারেই যৌন হেনস্থার শিকার, বিষ্ফোরক ঝিলম
বিয়ের পর থেকে সময়ই পাননি
শ্রীময়ী (Sreemoyee Chattoraj) জানান, সেই তাঁদের মধুচন্দ্রিমায় যাওয়া থেকে ডামাডোল লেগেই রয়েছে। নিজের অভিনয়ের কাজ, দলের কাজ, প্রচার সব মিলিয়ে মারাত্মক ব্যস্ত কাঞ্চন। দুপুর দুটোয় বাড়ি থেকে বেরিয়ে ভোরবেলা বাড়ি ফেরেন তিনি। বিয়ের পর থেকে মোটেই সময় পাননি শ্রীময়ী কাঞ্চন।
অভিনেত্রী জানান, গণেশ মূর্তি কিনতেও নিজের মায়ের সঙ্গে গিয়েছিলেন শ্রীময়ী। কিন্তু গতকাল রাতে অভিনেত্রীর মায়ের এক দূরসম্পর্কের আত্মীয়ের মৃত্যু হওয়ায় ভোগ রাঁধতে পারেননি তিনি। এদিকে কাঞ্চন শ্রীময়ীর বাড়ির রাঁধুনিও বাড়ি গিয়েছেন। তাঁর বদলে আসা নতুন রাঁধুনি অনভিজ্ঞ হওয়ায় শ্রীময়ীকেই সমস্ত কাজ সামলাতে হয়েছে।