হয়ে পড়েছিলেন অন্তঃসত্ত্বা, তাই কি তড়িঘড়ি বিয়ের সিদ্ধান্ত? স্বামী আর পরিবারের কথা মেনেই… মুখ খুললেন শ্রীময়ী

বাংলাহান্ট ডেস্ক : তারকাদের জীবনের সঙ্গে ট্রোলিং জড়িয়ে ওতপ্রোতভাবে। পান থেকে চুন খসলেই কুৎসিত কটাক্ষের মুখে পড়তে হয় তাঁদের। এমনকি কটুক্তি থেকে রেহাই পায় না তাঁদের সদ্যোজাত সন্তানরাও। বর্তমানে এমনি পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজকে (Sreemoyee Chattoraj)। সদ্য বাবা মা হয়েছেন এই জুটি। কাঞ্চনের দ্বিতীয় সন্তান হলেও শ্রীময়ীর এটাই প্রথম মাতৃত্ব। সদ্যোজাত মেয়েকে চোখে হারাচ্ছেন অভিনেত্রী।

শ্রীময়ীর (Sreemoyee Chattoraj) সন্তান নিয়ে শুরু ট্রোল

এখনো হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারেননি শ্রীময়ী (Sreemoyee Chattoraj)। তিন দিনের মেয়েকে নিয়ে এখনো হাসপাতালের বেডেই শুয়ে রয়েছেন তিনি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় অব্যাহত নেতিবাচকতা। নেটিজেনদের একাংশ ব্যস্ত হয়ে পড়েছেন হিসেব কষতে। কাঞ্চন শ্রীময়ীর (Sreemoyee Chattoraj) বিয়ে এবং সন্তান জন্মের মধ্যে সময়ের ফারাক নিয়ে। মার্চে বিয়ে আর অক্টোবরেই সন্তানের জন্ম। মাত্র আট-সাড়ে আট মাসেই সন্তানের জন্ম দিয়েছেন শ্রীময়ী। এ নিয়ে শুরু হয়ে গিয়েছে কটাক্ষ, যা মাঝে মাঝেই কুৎসিত মোড় নিচ্ছে।

আরো পড়ুন : ওজন বেড়ে চেনাই দায়, এ কোন ইন্দ্রাণী! কীভাবে এমন হাল হল ‘শ্রীময়ী’র?

ট্রোলের জবাবে কী বললেন অভিনেত্রী?

অন্যদিকে মেয়ের জন্মের পরেই বেবি বাম্পের ছবি শেয়ার করেছেন শ্রীময়ী (Sreemoyee Chattoraj)। সেখানে লিখেছেন, এটি ছিল ৯ মাসের সফর। তবে কি কাঞ্চনকে বিয়ের আগে থেকেই অন্তঃসত্ত্বা ছিলেন তিনি? উঠতে শুরু করেছে প্রশ্ন। এবার জবাব দিলেন শ্রীময়ী (Sreemoyee Chattoraj)। এই সময় ডিজিটালকে অভিনেত্রী বলেন, তাঁর জীবনের সবটাই খোলা খাতার মতো। যখন যা হয়েছে সবটাই তিনি জানিয়েছেন। এখন তাঁর ধ্যানজ্ঞান তাঁর মেয়ে। একরত্তিকে ভালো ভাবে বড় করাই তাঁর লক্ষ্য।

আরো পড়ুন : আত্মহত্যা নয়, পরিকল্পিত খুন, সুশান্ত মৃত্যুতে কার দিকে আঙুল তুললেন সোমি!

কেন গোপন করেন প্রেগনেন্সি?

কিন্তু এই আট মাস ধরে প্রেগনেন্সির খবরটা আড়াল করে রাখলেন কেন শ্রীময়ী (Sreemoyee Chattoraj)? অভিনেত্রী উত্তর দেন, কাঞ্চন ব্যক্তিগত জীবনের সবকিছু আড়ালে রাখতেই পছন্দ করেন। বাড়ির বড়দের এবং স্বামীর উপদেশ মেনেই অন্তঃসত্ত্বা হওয়ার খবরটা তিনি গোপন করে রেখেছিলেন। এমনকি সাত মাস পর্যন্ত শুটিংও করে গিয়েছেন টানা। কাউকে কিচ্ছু টেরটি পর্যন্ত পেতে দেননি।

Sreemoyee Chattoraj

শ্রীময়ী জানান, গত শনিবার চেকআপে যেতেই হঠাৎ চিকিৎসক সিজার করার সিদ্ধান্ত নেন। এখন ছোট্ট কৃশভিকে সর্বক্ষণ চোখে চোখে রেখেই দিন কাটছে শ্রীময়ীর। সোশ্যাল মিডিয়ার ট্রোলিংকে পাত্তা দিতে রাজি নন তিনি।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর