বাংলাহান্ট ডেস্ক: বিনোদন তথা রাজনৈতিক জগৎ কিছুদিন উত্তাল ছিল নয়া ত্রিকোণ কাঞ্চন মল্লিক (kanchan mullick), পিঙ্কি বন্দ্যোপাধ্যায় (pinki banerjee) এবং শ্রীময়ী চট্টরাজকে (shreemoye chattaraj) নিয়ে। গত কয়েকদিনে যেন ঝড় বয়ে গিয়েছে তিনজনের উপর দিয়ে। কাঞ্চন ও শ্রীময়ীর বিবাহ বহির্ভূত সম্পর্কের গুঞ্জন প্রকাশ্যে আসার পর অভিনেতা বিধায়ক কাঞ্চনের স্ত্রী পিঙ্কিও অভিযোগ করেছেন তাঁর স্বামীর সঙ্গে শ্রীময়ীর সম্পর্ক নিয়ে।
অপরদিকে ‘কৃষ্ণকলি’ অভিনেত্রী প্রতিবারই পিঙ্কির অভিযোগ উড়িয়ে দিয়ে দাবি করেছেন কাঞ্চনের সঙ্গে দাদা বোনের সম্পর্ক। তবে টানা কয়েকদিন এই সম্পর্কের ত্রিকোণ নিয়ে তোলপাড় হওয়ার পর এখন উত্তেজনাটা অনেকটাই থিতিয়ে গিয়েছে। যদিও কাঞ্চন শ্রীময়ীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উঁকি দিতে ভুলছেন না নেটিজেনরা। এরই মাঝে অভিনেত্রীর একটি ইনস্টা স্টোরি নিয়ে আবারো গুঞ্জন শুরু হয়েছে নেটপাড়ায়।
সম্প্রতি অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দুটি ছবি পোস্ট করেছিলেন শ্রীময়ী। সেই সঙ্গে একটি স্টোরিও শেয়ার করেন তিনি যেখানে লেখা ‘ইটস ওভার’। হঠাৎ এমন কথা কেন লিখলেন শ্রীময়ী? তবে কি কোনো কিছু থেকে নিজেকে সরিয়ে নিলেন তিনি? প্রশ্ন জাগলেও উত্তর মেলেনি।
সম্প্রতি পরমব্রত চট্টোপাধ্যায়ের জন্মদিনে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছিলেন। দুটি ছবিতে দেখা যাচ্ছে পরমব্রতকে জড়িয়ে ধরে রয়েছেন শ্রীময়ী। হাসিমুখে ক্যামেরাবন্দি হয়েছেন দুজন। ছবিদুটি শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আমার জীবনে দেখা তুমি সবথেকে অসাধারন একজন মানুষ। প্রার্থনা করি তোমার উপর এতটাই আশীর্বাদ থাক যে যারাই তোমাকে দেখবে, এটা শিখবে যে ভাল মানুষরা সবসময় পুরস্কৃত হয়। জন্মদিন খুব ভাল কাটুক। এই দিন বারবার ফিরে আসুক। অনেক ভালবাসা।’
প্রায় এক সপ্তাহ পর নিজের ইনস্টাগ্রামে আবার পোস্ট করেন শ্রীময়ী। পরমব্রতর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের মৌনব্রত ভাঙেন তিনি। এর আগে কাঞ্চন মল্লিক-পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের বিতর্ক নিয়ে নেটমাধ্যমে মুখ খুলে চরম ট্রোলড হয়েছিলেন শ্রীময়ী। নেটিজেনদের একাংশ তীব্র আক্রমণ শানিয়েছিল। তাই এই পোস্টে কমেন্ট সেকশন সীমিত মানুষের জন্যই খোলা রেখেছেন শ্রীময়ী।