বুকের উপরে একটুকরো পাতলা কাপড়, উন্মুক্ত বেবিবাম্প, গর্ভাবস্থার এ কেমন ছবি প্রকাশ্যে আনলেন শ্রীময়ী!

বাংলাহান্ট ডেস্ক : এক মাস হতে চলল প্রথম সন্তানের জন্ম দিয়েছেন শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। কাঞ্চন মল্লিকের সঙ্গে বিয়ের পর বছর ঘোরার আগেই অভিনেত্রীর কোলে এসেছে ফুটফুটে কন্যাসন্তান। অথচ অন্তঃসত্ত্বা হওয়ার খবরটা কাকপক্ষীকেও টের পেতে দেননি শ্রীময়ী (Sreemoyee Chattoraj)। সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকলেও সযত্নে আড়াল করে রেখেছিলেন মাতৃত্বকালীন সফরটা। অবশেষে মা হওয়ার পর ধীরে ধীরে সবটা প্রকাশ্যে আনছেন কাঞ্চন জায়া।

প্রেগনেন্সি ফটোশুটের ছবি শেয়ার করলেন শ্রীময়ী (Sreemoyee Chattoraj)

কালীপুজোতেই মেয়ের জন্ম দিয়েছেন শ্রীময়ী (Sreemoyee Chattoraj)। ইতিমধ্যেই মেয়ের ছোট্ট ছোট্ট হাতের আঙুলের ছবি শেয়ার করেছেন তিনি। ভাগ করে নিয়েছিলেন বেবিবাম্পের ছবিও। এবার শ্রীময়ী (Sreemoyee Chattoraj) প্রকাশ্যে আনলেন প্রেগনেন্সি ফটোশুটের ছবি। ইদানিং মাতৃত্বকালীন ফটোশুট বেশ ট্রেন্ডিং হয়ে উঠেছে। প্রায় সমস্ত অন্তঃসত্ত্বা বলিউড তারকাকেই দেখা গিয়েছে বেবিবাম্প দেখিয়ে ছবি তুলতে। বাদ যাননি শ্রীময়ীও (Sreemoyee Chattoraj)।

Sreemoyee Chattoraj shared pregnancy photoshoot

বলিউডি স্টাইলে ফটোশুট শ্রীময়ীর: একেবারে বলিউডি স্টাইলেই প্রেগনেন্সি ফটোশুট করতে দেখা গিয়েছে শ্রীময়ীকে (Sreemoyee Chattoraj)। বলা ভালো, করে রেখেছিলেন। সম্প্রতি শেয়ার করা সেই ছবিতে শ্রীময়ীকে ধরা দিয়েছেন সম্পূর্ণ ভিন্ন লুকে। বুকের উপরে স্যাটিনের পাতলা কাপড়, নিম্নাঙ্গেও একই পোশাক। স্ফীত বেবিবাম্পের উপরে হাত দিয়ে রেখেছেন তিনি।

আরো পড়ুন : আর নেই চিন্তা, এবার সরকারের টাকায় কেনা যাবে বিরল রোগের ওষুধ! বড় পদক্ষেপ কেন্দ্রের

ছবির নীচে কী লিখলেন অভিনেত্রী: ক্যাপশনে শ্রীময়ী (Sreemoyee Chattoraj) লিখেছেন, ‘আমার জীবনে আমি অনেক কিছু নিয়েই গর্বিত, তবে মা হওয়ার উপরে আর কিছুই নেই’। সোশ্যাল মিডিয়ায় ছবিটি শেয়ার করতেই ভাইরাল হয়ে গিয়েছে। এর আগে সাধ খাওয়ার ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন শ্রীময়ী।

আরো পড়ুন : লাইনের ওপরেই ছিল “গভীর ষড়যন্ত্র”! চালকের তৎপরতায় বড় বিপদ থেকে বাঁচল বন্দে ভারত

প্রসঙ্গত, এর আগে শ্রীময়ী জানিয়েছিলেন, কাঞ্চন ব্যক্তিগত জীবন একেবারেই আড়ালে রাখতে পছন্দ করেন। তাই স্বামী এবং পরিবারের বড়দের কথা শুনে অন্তঃসত্ত্বা হওয়ার খবরটা গোপন করেই রেখেছিলেন তিনি। তবে ওটি তে কাঞ্চন তাঁর সঙ্গেই ছিল। মেয়ের জন্ম হতেই চিৎকার করে উঠেছিলেন তিনি। কাঞ্চনের কথায়, বাড়িতে মা লক্ষ্মী এসেছে তাঁর।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর