বাংলাহান্ট ডেস্ক : তাঁদের বিয়ে নিয়ে ট্রোলের অন্ত নেই। নিজের হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করে নেটিজেনদের কম টিপ্পনি সহ্য করেননি কাঞ্চন মল্লিক। অন্যদিকে ‘দাদা’ থেকে এক ধাক্কায় স্বামী বানিয়ে কুরুচিকর কটাক্ষের মুখে পড়তে হয়েছে শ্রীময়ী চট্টরাজকে (Sreemoyee Chattoraj)। কিন্তু নিন্দুকদের মুখে ঝামা ঘষে দিব্যি সুখে রয়েছেন দুটিতে। তাঁদের পারস্পরিক ভালোবাসা, ভরসার জোরের কাছে কোনো সমালোচনাই সমালোচনা নয়। নিজেদের মধ্যেই ডুবে রয়েছেন তাঁরা।
বাড়িতেই পুজো করেন কাঞ্চন শ্রীময়ী (Sreemoyee Chattoraj)
যতই দুজনের মধ্যে বয়সের ফারাক থাক, কাঞ্চন শ্রীময়ীর (Sreemoyee Chattoraj) মধ্যে একটি দিকে যথেষ্ট মিল রয়েছে। তাঁরা দুজনেই খুব ঈশ্বর ভক্ত। শ্রীময়ীর নিজের বাড়িতে রাধামাধব প্রতিষ্ঠিত রয়েছেন। কাঞ্চনের বাড়ির বিভিন্ন পুজোও দায়িত্ব সহকারে, নিষ্ঠাভরে সামলে আসছেন তিনি, সেই বিয়ের আগে থেকেই। এমনকি অভিনেতার বাড়িতে মা কালীর মূর্তিও প্রতিষ্ঠা হয় শ্রীময়ীর (Sreemoyee Chattoraj) আবদারেই। অভিনেত্রী জানান, আগে তাঁরা অভিনেতা খরাজ মুখোপাধ্যায়ের বাড়ির কালীপুজোয় যেতেন। তারপর বিয়ের বছর কয়েক আগে কাঞ্চনই নিজের বাড়িতে পুজো শুরু করেন।
আরো পড়ুন : জয়া নয়, প্রথম পছন্দ ছিলেন এই নায়িকা, রেখা-অমিতাভ জুটির বিতর্ক উসকাতে বাদ পড়েন অভিনেত্রী
বিয়ের আগেও করতেন সাহায্য
পুজোর সব কাজে শ্রীময়ীও (Sreemoyee Chattoraj) সাহায্য করতেন। তবে সে সময় কোনো ছবিই প্রকাশ্যে আনতেন না তাঁরা। কারণ ছবি শেয়ার করলেই হয় প্রশংসা নয়তো নিন্দা যেকোনো একটা শুনতেই হত। তাই ছবি শেয়ার করা থেকে বিরত থাকতেন তাঁরা। তবে কাঞ্চনের সঙ্গে বিয়ের পর আর ভয় কীসের! উপরন্তু এবার বিয়ের পর শ্রীময়ীর (Sreemoyee Chattoraj) প্রথম পুজো। দায়িত্ব অনেকটাই বেশি। আসন্ন ধনতেরসে আবার মায়ের জন্য গয়নাও কিনবেন তিনি।
আরো পড়ুন : মুকুটে জুড়ল নয়া পালক, এই বাঙালি পরিচালকের হাত ধরেই বলিউড ডেবিউ লাবণী সরকারের
একবার বন্ধ হয়ে গিয়েছিল পুজো
অবশ্য কাঞ্চনের বাড়ির কালীপুজো নিয়ে এক রোমহর্ষক ঘটনাও রয়েছে। ঘটনা না বলে অঘটন বলাই ভালো। শ্রীময়ী (Sreemoyee Chattoraj) জানান, বেশ কয়েক বছর আগে কালীপুজোর রাতেই কাঞ্চনের মায়ের গায়ে আগুন ধরে গিয়েছিল। সে যাত্রা রক্ষা হলেও পুজো বন্ধ হয়ে গিয়েছিল। তবে সেবার তিনিই আশ্বস্ত করেন কাঞ্চনকে। তিনি বলেছিলেন, মা পুজো চাইছেন। আবার শুরু করা উচিত। তাঁর কথাতেই ফের পুজো শুরু করেন অভিনেতা।
তবে এবারও তেমন ধুমধাম করে পুজো করছেন না কাঞ্চন শ্রীময়ী। আসলে অভিনেতার এক ঘনিষ্ঠ আত্মীয়া অসুস্থ। তাই মন ভালো নেই কারোরই। অভিনেত্রী জানান, ছোট করেই এবার নিষ্ঠাভরে পুজো করবেন তাঁরা। দুজনেই সারাদিন নির্জলা উপোস করে থাকেন। ভোগের সব রান্নাবান্না শ্রীময়ী নিজের হাতেই করেন। বিয়ের আগে থেকেই পুজোর দায়িত্ব নিয়ে অভ্যস্ত তিনি। তাই বিয়ের পরেও সবটা আনন্দ করেই করেন শ্রীময়ী।