জায়গা ছাড়তে হচ্ছে নতুন সিরিয়াল ‘গাঁটছড়া’কে, ‘শ্রীময়ী’র দিন কি ফুরোলো?

বাংলাহান্ট ডেস্ক: ‘গাঁটছড়া’র (gantchhora) প্রোমো যবে থেকে প্রকাশ‍্যে এসেছে তবে থেকেই দর্শকদের মনে প্রশ্ন, এবার কোপটা কার ঘাড়ে পড়বে? আসলে টিআরপি তালিকায় লাগাতার খারাপ ফল করতে থাকায় মরিয়া হয়ে উঠেছে স্টার জলসা। একের পর এক নতুন সিরিয়াল আমদানি করছে এই চ‍্যানেল। তার মধ‍্যে সাম্প্রতিক সংযোজন ‘গাঁটছড়া’।

সম্প্রতি প্রকাশ‍্যে এসেছে এই সিরিয়ালের প্রোমো। সোলাঙ্কি রায়, গৌরব চট্টোপাধ‍্যায়, শ্রীমা ভট্টাচার্য, অনিন্দ‍্য চট্টোপাধ‍্যায় এর মতো একাধিক তারকা রয়েছেন এই সিরিয়ালে। প্রোমো প্রকাশ‍্যে আসার পরেই গুঞ্জন উঠেছিল, নতুন সিরিয়াল আসায় অন‍্য কোন সিরিয়ালকে জায়গা ছাড়তে হবে?

IMG 20211127 165712 1
এখনো কোনো নিশ্চিত খবর না মিললেও শোনা যাচ্ছে, চ‍্যানেলের পুরনো সিরিয়াল ‘শ্রীময়ী’র (sreemoyee) ঘাড়েই কোপটা পড়তে চলেছে। আসলে নতুন সিরিয়ালকে জায়গা দিতে হবে প্রাইম স্লটে। এদিকে রাত আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত সবকটি স্লটই ভর্তি। চলছে নতুন তিনটি সিরিয়াল। তার মধ‍্যে ধুলোকণা ও মন ফাগুন টিআরপি তালিকাতেও রয়েছে। তাই শেষমেষ জায়গা ছাড়তে হচ্ছে শ্রীময়ীকেই।

তবে চিন্তার কোনো কারণ নেই। এখনি শেষ হচ্ছে না এই সিরিয়াল। সন্ধ‍্যা সাতটার স্লট ছেড়ে রাত এগারোটার স্লটে যেতে হবে শ্রীময়ীকে। এগারোটায় শেষ হয়ে যাচ্ছে আরেকটি নতুন সিরিয়াল ‘শ্রীকৃষ্ণভক্ত মীরা’। অপরদিকে সন্ধ‍্যা সাতটায় শুরু হবে গাঁটছড়া।

sreemoyee completes 700 episodes rohit sen aka actor tota roy choudhury shares emotional journey on social media
সিরিয়ালের সদ‍্য প্রকাশ‍্যে আসা প্রোমো অনুযায়ী, হীরে ব‍্যবসায়ী পরিবার সিংহরায় বাড়ির বড় ছেলে গৌরব। জহুরির চোখ তার। ব‍্যবসাই ধ‍্যানজ্ঞান। তার মেজ ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন অনিন্দ‍্য এবং ছোট ভাই রিয়াজ। তাঁর মন আঁকা, শিল্পকলার দিকে। আবার গৌরবের সঙ্গে অনিন্দ‍্যর রেষারেষি। বড়ভাইয়ের যা পছন্দ হয় সেটাকেই হাতানোর দিকে নজর মেজভাইয়ের।

সোলাঙ্কিরা যখন সপরিবারে সিংহরায় পরিবারের জগদ্ধাত্রী পুজোয় এসে উপস্থিত হয় তখন করিৎকর্মা সোলাঙ্কিকে না দেখে গৌরবের চোখ পড়ে আপাত ঝকঝকে শ্রীমার উপরে। অপরদিকে সোলাঙ্কির সঙ্গে বাঁধে বিবাদ। শেষমেষ কার সঙ্গে গাঁটছড়া বাঁধবেন গৌরব? সোলাঙ্কি জানালেন, সেটার উত্তর মিলবে ডিসেম্বরেই।

Niranjana Nag

সম্পর্কিত খবর