বাংলাহান্ট ডেস্ক : ‘ভুলভুলাইয়া ৩’ নিয়ে দর্শক মহলে আগ্রহ, উত্তেজনা ক্রমেই চড়ছে। দীপাবলি উপলক্ষে পরিচালক আনিস বাজমি পর্দায় আনতে চলেছেন ‘ভুলভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি। তবে এবারে এই ছবিটিকে ঘিরে বাংলার দর্শকরাও বেশ উত্তেজিত। কারণ ভুলভুলাইয়া ৩ এর হাত ধরেই বলিউডে পা রেখেছেন কাঞ্চন মল্লিক (Kanchan Mallick)। তাঁর মন্তব্য বা ব্যক্তিগত জীবন ঘিরে যতই বিতর্ক থাকুক না কেন, অভিনেতা হিসেবে যে তিনি তুখোড় তা সকলেই স্বীকার করবেন। আর তাই ভুলভুলাইয়া ৩ তে কাঞ্চনকে (Kanchan Mallick) দেখার জন্য মুখিয়ে রয়েছেন সিনেপ্রেমীরা।
ভুলভুলাইয়া ৩ প্রচারে যোগ দেন কাঞ্চন (Kanchan Mallick)
সম্প্রতি ছবির প্রচারে শহরে এসেছিলেন কার্তিক আরিয়ান এবং বিদ্যা বালান। ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার দৌলতে তাঁদের সঙ্গে প্রচার অনুষ্ঠানে যোগ দেনকাঞ্চন ন(Kanchan Mallick)। স্বামীর এই প্রাপ্তিতে আনন্দে আত্মহারা শ্রীময়ী চট্টরাজ। ইনস্টাগ্রাম স্টোরিতে কাঞ্চনের ভুলভুলাইয়া লুকের একটি ছবি শেয়ার করে ভালোবাসা, প্রশংসায় ভরিয়েছেন শ্রীময়ী।
আরো পড়ুন : উলটে গেল সব হিসেব নিকেশ, ‘পরিণীতা’র স্লটে বড় গুগলি চ্যানেলের! কোন সিরিয়াল বন্ধ হচ্ছে?
কী লিখলেন শ্রীময়ী
কাঞ্চন (Kanchan Mallick) জায়া লিখেছেন, ‘আমার ভালোবাসা, তোমার জন্য খুব গর্বিত। তুমি সৎ আর নিজের কাজের প্রতি দায়বদ্ধ, তাই তুমি এটার যোগ্য। তুমি মানুষ হিসেবেও খুব বড় মনের। ছোট বড় সকলকে সমান সম্মান দাও। সেই কারণেই এটা তোমার প্রাপ্য। খুব ভালোবাসি’।
আরো পড়ুন : অভিষেকের সঙ্গে ব্যর্থ প্রেম, বিয়েতে আমন্ত্রণ টুকুও পাননি! ‘বেচারা ছেলেটা…’, রানির গলায় অভিমানের সুর!
কাঞ্চনের ভূয়সী প্রশংসা কার্তিকের
শুধু শ্রীময়ী নন, কার্তিকও প্রচার অনুষ্ঠানে কাঞ্চনের (Kanchan Mallick) প্রশংসায় ছিলেন পঞ্চমুখ। তাঁকে বলতে শোনা যায়, খুব জ্ঞানী, গুণী মানুষ কাঞ্চন। আর খুবই শক্তিশালী অভিনেতা। তাঁদের নাকি অনেক গল্প শোনাতেন তিনি। একসঙ্গে তাঁদের খুব বেশি দৃশ্য না থাকলেও যেগুলি রয়েছে সেগুলি বেশ বড়। কার্তিক আরো বলেন, অনেক দৃশ্যে কোনো সংলাপ ছিল না। সেখানে চোখের এক্সপ্রেশন দিয়েই অভিনয় করেছেন কাঞ্চন। একসঙ্গে কাজ করে তাঁর খুব ভালো লেগেছে বলেও জানান কার্তিক আরিয়ান।
প্রসঙ্গত, দুর্গাপুজোর পঞ্চমীতেই ভুলভুলাইয়া ৩ ছবিতে অভিনয় করার সুখবরটা শেয়ার করেছিলেন কাঞ্চন। সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘বিগত ৩৩ বছর ধরে আমি বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করছি। বাংলা আমাকে প্রচুর খ্যাতি এবং সম্মান দিয়েছে। কিন্তু এখনো অন্য ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে প্রথম দিনের মতোই ভয় লাগে। কিন্তু আমি সেখানে পৌঁছানোর পর মানুষ আমাকে বাংলা ইন্ডাস্ট্রির মতোই আপন করে নিয়েছেন। আমার মনে হয় এটা আমার কাছে আলাদা একটা প্রাপ্তি’। তাঁর এই সাফল্যে খুশি বাঙালি দর্শক অনুরাগীরাও।