আচমকাই অবসরের ঘোষণা বিশ্বকাপ জয়ী দলের প্লেয়ারের, টুইটারে দিলেন আবেগঘন বার্তা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতের পেসার শান্তাকুমারণ শ্রীশান্ত মঙ্গলবার ক্রিকেটের সব ধরনের প্রতিযোগিতা থেকে অবসরের ঘোষণা করে দিয়েছেন। শ্রীশান্ত টুইটারে একটি পোস্টের মাধ্যমে সব ধরনের ঘরোয়া প্রতিযোগিতা থেকেও অবসরের ঘোষণা করে দেন। কিছুদিন আগেই আইপিএলের জন্য নিজের নাম নথিভুক্ত করেছিলেন এই তারকা পেসার। কিন্তু কোনও ফ্র্যাঞ্চাইজি তাকে নিয়ে আগ্রহী না থাকায় অবিক্রিত থেকে যান তিনি।

শ্রীশান্ত নিজের টুইটার পোস্টে বলেছেন “আমার পরিবার, আমার সতীর্থ এবং ভারতের জনগণের প্রতিনিধিত্ব করা বড় গর্বের বিষয়। আর যারা খেলা ভালোবাসেন তাদের ক্ষেত্রেই ব্যাপারটা এক। অনেক দুঃখের সাথে কিন্তু কোনওরকম আফসোস ছাড়াই, আমি ভারাক্রান্ত হৃদয়ে এটি বলছি: আমি ভারতীয় ঘরোয়া (প্রথম শ্রেণি এবং সমস্ত ফর্ম্যাট) ক্রিকেট থেকে অবসর নিচ্ছি,”

শ্রীশান্ত আরও যোগ করেছেন, “পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের জন্য..আমি আমার প্রথম শ্রেণীর ক্রিকেট ক্যারিয়ার শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তটি আমার একা, এবং যদিও আমি জানি সিদ্ধান্তটি আমাকে খুশি এনে দেবে না, তবে এটি আমার জীবনের এই সময়ে নেওয়া সঠিক এবং সম্মানজনক পদক্ষেপ। আমি প্রতিটি মুহূর্ত লালন করেছি।”

s sreesanth

শ্রীশান্ত ভারতের হয়ে ২৭টি টেস্ট এবং ৫৩টি একদিনের ম্যাচ খেলেছেন এবং যথাক্রমে ৮৭ ও ৭৫ টি উইকেট নিয়েছেন। এছাড়া ১০ টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচেও তিনি ৭ উইকেট নিয়েছেন। আগ্রাসী মেজাজের এই পেসার উইকেট নেওয়ার পর তার উচ্ছ্বসিত উদযাপনের জন্যও জনপ্রিয় ছিলেন। কিন্তু স্পট-ফিক্সিং কেলেঙ্কারির পরে তার জীবন এবং কেরিয়ারে থেমে যায়। তবে, এই বিতর্কের থেকে শেষপর্যন্ত তিনি অব্যাহতিও পেয়েছিলেন। ভারতের হয়ে দুটি বিশ্বকাপ জিতেছেন তিনি।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর