রোহিত বা কোহলি নন, এই ক্রিকেটারকে সেরার পুরস্কারের জন্য মনোনীত করলো ICC

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিশ্বজুড়ে বিরাট কোহলি ও রোহিত শর্মা একসময় দলের হয়ে অনেক রান করেছেন। এখন ভারতীয় দলে এমন একজন দুর্দান্ত খেলোয়াড় এসেছেন, যাকে আইসিসি সেরা বলে বিবেচিত করেছে এবং তাকে আইসিসি কর্তৃক একটি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। একই সঙ্গে সেই পুরস্কারের জন্য মনোনিত হয়েছেন একজন নারী ক্রিকেটাররাও।

ভারতের শ্রেয়স আইয়ার, মহিলা দলের অধিনায়ক মিতালি রাজ এবং অলরাউন্ডার দীপ্তি শর্মা পুরুষ ও মহিলাদের বিভাগে যথাক্রমে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের জন্য আইসিসি ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন। শ্রেয়স গত মাসে ভারতের জার্সি গায়ে দুর্দান্ত ফর্মে ছিলেন এবং ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে সাদা বলের ম্যাচে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচের থেকে শুরু করে শ্রীলঙ্কার বিরুদ্ধে গোটা সিরিজে দুরন্ত ফর্মে ছিলেন তিনি।

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে, ভারত কিছু তারকা খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং সূর্যকুমার যাদবের ইনজুরির কারণে আইয়ারকে ৩ নম্বরে তুলে আনা হয়। তিনটি ম্যাচেই তিনবার অপরাজিত থেকে অর্ধশতক হাঁকান শ্রেয়স এবং ১৭৪.৩৫ স্ট্রাইক রেটে ২০৪ রান করে তিনি সুযোগটির সদ্বব্যবহার করেন। তার দুর্দান্ত জন্য তিনি প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত হন।

shreyas iyer mithali raj deepti sharma

মহিলাদের বিভাগে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে ভারতের হয়ে মিতালি রাজ ছিলেন সেরা পারফর্মারদের একজন। তিনি ২৩২ রান সহ ভারতের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন, যার মধ্যে তিনটি অর্ধশতরানও রয়েছে। সেই একই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে দীপ্তি শর্মা ব্যাট এবং বল দুই বিভাগেই দুরন্ত পারফরম্যান্স করেছিলেন। ফলস্বরূপ গত মাসের সেরা পারফরম্যান্সের জন্য পাওয়া পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন দুজনেই।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর