হরভজনের কাছে থাপ্পড় খেয়েও খোলেনি বুদ্ধি! কোহলির পক্ষ নিয়ে সৌরভকে ব্যঙ্গ করলেন শ্রীশান্ত

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চলতি আইপিএলে (IPL 2023) সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) গোড়া থেকেই বেশ কিছুটা পিছিয়ে রয়েছে বাকিদের চেয়ে। দলের সঠিক কম্বিনেশন খুঁজে বার করতেই পার হয়ে গেছে অর্ধেক মরশুম। এখন সৌরভের দলের কাছে প্রত্যেকটা ম্যাচই নকআউট। একটি ম্যাচে হার চলতে আইপিএলে তাদের প্লে-অফের স্বপ্নকে ভেঙ্গে দেবে। সেই কথা মাথায় রেখেই আজ নিজেদের ঘরের মাঠে বিরাট কোহলির (Virat Kohli) আরসিবির (RCB) মুখোমুখি হবে ওয়ার্নাররা।

গত ম্যাচে বিরাট কোহলির অর্ধশতরানে ভর করে আরসিবি হারিয়েছিল দিল্লিকে। কিন্তু তারপর থেকে দিল্লির অনেক উন্নতি হয়েছে এবং তারা কয়েকটি ম্যাচ জিতে নিয়ে এখনো আইপিএলের প্লে অফের লড়াইয়ে টিকে রয়েছে। কিন্তু গত ম্যাচে হারের পর বিরাট কোহলি এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের একে অপরের মুখোমুখি না হয়ে করমর্দন এড়িয়ে যাওয়ার বিষয়টি এই ম্যাচটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

এরই মধ্যে প্রাক্তন ভারতীয় পেশার এবং আইপিএলে গড়াপীঠাকাণ্ডের সঙ্গে যুক্ত হওয়া ত্রিশান্ত একটি মন্তব্য করেছেন বিরাট কোহলি এবং সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে। ২০০৭ এবং ২০১১ সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের পেশার বলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের সামনে বিরাট কোহলি যদি একটি শতরান করে দলকে ম্যাচ জেতান তাহলে সেটা হবে সৌরভকে দেওয়া সবচেয়ে বড় প্রতিদান।

s sreesanth

তার এই মন্তব্য শুনে ক্ষুব্ধ হয়েছেন সৌরভ গাঙ্গুলীর ভক্তরা। ভারতীয় পেশার যখন নিজের ক্যারিয়ার শুরু করছিলেন তখন সচিন, সৌরভদের মতো সিনিয়র তারকাদের পরামর্শ তাকে একজন বোলার হিসেবে আরও পরিণত হতে সাহায্য করেছিল। এখন তেমনই এক প্রাক্তন তারকাকে কিভাবে তিনি অপমান করছেন সেই নিয়ে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।

তবে আজ মাঠ দিল্লির হলেও বিরাট কোহলি এখানে ভালই সমর্থন পাবেন এটা আশা করছেন সকলে। কারণ বিরাট কোহলি নিজে দিল্লির ছেলে এবং ছোটবেলা থেকে রাজ্য স্তরের এবং ক্লাব স্তরের যাবতীয় প্রতিযোগিতায় এখানেই খেলেছেন তিনি। অরুণ জেটলি স্টেডিয়ামে তার নামের স্ট্যান্ডও রয়েছে। ফলে সৌরভ-বিরাট দ্বৈরথে, বিরাটের সমর্থন আজ দিল্লির মাঠে বেশি থাকবে বলে আশা করছেন সকলে।


Reetabrata Deb

সম্পর্কিত খবর