প্রেম দিবসেই প্রেমের বাঁধনে, ‘বিশ্বসেরা নাবিক’ এর গলায় মালা দিলেন শ্রীতমা

বাংলাহান্ট ডেস্ক: প্রেমের মাসেও বিয়ের বিরাম নেই টেলিপাড়ায়। কিছুদিন আগেই বিয়ে সেরেছেন কৌশিক দাস ও দীপশ্বেতা মিত্র এবং পৌষ্মিতা গোস্বামী। এবার বিবাহিতদের তালিকায় নাম লেখালেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্রীতমা রায়চৌধুরী (Sreetama Roychowdhury)। প্রেম দিবসেই সাত পাক ঘুরলেন তিনি প্রেমিকের সঙ্গে।

শ্রীতমার স্বামীর নাম দীপাঞ্জন গঙ্গোপাধ‍্যায়। তবে অভিনয় থেকে দূরদূরান্ত পর্যন্তও তাঁর কোনো সম্পর্ক নেই। শ্রীতমার মনের মানুষ পেশায় একজন নাবিক। ভিন্ন পেশার দুই মানুষ একে অপরের মধ‍্যে ভালবাসা খুঁজে নিলেন। ভালবাসার দিনেই সাত জন্মের জন‍্য একে অন‍্যের হাত শক্ত করে ধরলেন শ্রীতমা দীপাঞ্জন।

Screenshot 2022 02 16 23 24 33 876 com.instagram.android
শহরের এক পাঁচতারা হোটেলে বসেছিল অভিনেত্রীর তারকা খচিত বিয়ের আসর। আগাম কোনো আভাস না দিয়েই বিয়ের পিঁড়িতে বসে পড়েন তিনি। তার আগে অবশ‍্য ঘটা করে ব‍্যাচেলরেট পার্টি করেছিলেন তিনি নিজের গার্ল গ‍্যাং এর সঙ্গে। উপস্থিত ছিলেন মল্লিকা মজুমদার, গীতশ্রী রায়, রুক্মা রায় রা।

https://www.instagram.com/p/CZ6AZFSLurY/?utm_medium=copy_link

ব‍্যাচেলরেট থেকে আইবুড়ো ভাত এবং গায়ে হলুদ, সঙ্গীতের ছবিও শেয়ার করেছিলেন শ্রীতমা। লাল হলুদ, নীল লেহেঙ্গা ও ফুলের গয়নায় সেজে গায়ে হলুদের অনুষ্ঠান করেন তিনি। হবু স্ত্রীর সঙ্গে ছিলেন দীপাঞ্জনও। বিয়েতে ছক ভেঙে গোলাপী লেহেঙ্গায় সেজেছিলেন শ্রীতমা। ফুল হাতা ব্লাউজ, গলায় মুক্তোর হার পরে একেবারে ভিন্ন লুকে দেখা মিলেছে কনের। অন‍্যদিকে রিসেপশনে মেরুন ও রূপোলি জমকালো লেহেঙ্গা ও সোনার গয়নায় সেজেছিলেন শ্রীতমা।

https://www.instagram.com/p/CZ87pXerUZt/?utm_medium=copy_link

https://www.instagram.com/p/CaBmxPer3LP/?utm_medium=copy_link

https://www.instagram.com/p/CZ_zqcvvExB/?utm_medium=copy_link

কিন্তু দুই ভিন্ন মেরুর মানুষ একে অপরের খোঁজ পেলেন কীকরে? শ্রীতমা জানান, অভিনেত্রী অলকানন্দা গুহর মাধ‍্যমে দীপাঞ্জনের সঙ্গে আলাপ হয় তাঁর। দীপাঞ্জন সম্পর্কে তাঁর দূর সম্পর্কের নাতি। ‘বধূবরণ’ সিরিয়ালে তিনিই শ্রীতমাকে প্রস্তাব দেন দীপাঞ্জনের সঙ্গে দেখা করার। সেই থেকেই আলাপ, পরিচয়, প্রেম আর তারপর বিয়ে।

Niranjana Nag

সম্পর্কিত খবর