আজ থেকে শুরু হয়েছে ভারত বনাম নিউজিল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আজ অকল্যান্ডে সিরিজের প্রথম ম্যাচ ছিল, এই ম্যাচে ভারতীয় ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার দুর্দান্ত শতরান করেন। 107 বলে 103 রানের ইনিংস খেলেন শ্রেয়স আইয়ার।
দেশের জার্সি গায়ে এটাই শ্রেয়স আইয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি। চার নম্বরে ব্যাটিং করতে নেমে এই সেঞ্চুরি করলেন আইয়ার। ওয়ানডেতে ভারতের হয়ে চার নম্বরে ব্যাটিং করতে নেমে শেষবার দেশের বাইরে সেঞ্চুরি করেছিলেন মনীশ পাণ্ডে। কিন্তু সেটা চার বছর আগে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে 2016 সালের 23 শে জানুয়ারি সেঞ্চুরি করেছিলেন মনীশ পাণ্ডে। সেই ম্যাচে অপরাজিত 104 রানের ইনিংস খেলেন মনীশ পাণ্ডে।
ওয়ানডে ক্রিকেটে ভারতীয় হিসাবে শেষবার চার নম্বরে ব্যাটিং করে সেঞ্চুরি করেছিলেন আম্বাতি রায়াডু। সেটা ছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 2018 সালে মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে চার নম্বরে নেমে দেশের বাইরে শেষবার সেঞ্চুরি করেছিলেন মহিন্দর অমরনাথ, সেটা 1988 সালে।