বাংলা হান্ট নিউজ ডেস্ক: প্রতি বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একাধিক দ্রুতগতি সম্পন্ন পেসার অংশগ্রহণ করেন। ভক্তরা অধীর আগ্রহে সেই বোলারের খোঁজ করেন যিনি মরশুমের সবচেয়ে দ্রুততম ডেলিভারি করবেন। চলতি মরশুমে ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন, প্যাট কামিন্স, যশপ্রীত বুমরাদের ভিড়ে এখনও পর্যন্ত সেই সম্মানের মালিক রয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদের তরুণ পেসার ওমরান মালিক। স্পিডোমিটারের শীর্ষে থাকার সম্মান এবার ২২ বছর বয়সী এই পেসারের কপালেই জুটবে বলে মনে করা হচ্ছে। আইপিএল ২০২২-এ হায়দরাবাদের প্রতিটি ম্যাচে তিনি ধারাবাহিকভাবে দ্রুত বোলিং করেছেন। গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচে, জম্মু-কাশ্মীরের এই পেসার আবারও তার পেস বোলিং দিয়ে সবার নজর কেড়েছেন এবং চলতি টুর্নামেন্টের সবথেকে দ্রুততম বলটি করেছেন।
উমরান হায়দরাবাদের হয়ে সপ্তম ওভারে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে যখন বল করতে এসেছিলেন এবং তার প্রথম ডেলিভারি ছিল একটি বাউন্সার যা ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে হতচকিত করে দিয়েছিল এবং বলটি তার হেলমেটে আঘাত করেছিল। যদিও পান্ডিয়া এরপর তাকে পাল্টা আক্রমণ করে কিছু বড় শট খেলেন। তারপর তিনি ম্যাথু ওয়েডকে এলবিডব্লিউ-এর ফাঁদে ফেলে ফেরত পাঠান। তার স্পেল চলাকালীন, ওমরান মালিক এই বছরের আইপিএলের দ্রুততম ডেলিভারিটি বোলিং করেছিলেন, এবং এটি ১৫৩ কিলোমিটার প্রতি ঘণ্টায় ছিল। তার গতি আবারও টুইটারে আলোড়ন সৃষ্টি করেছে।
Umran Malik’s Fastest delivery of this match:-
153 Kmph.
151 Kmph.
150 Kmph.
150 Kmph.
149 Kmph. pic.twitter.com/v9CkVETe7E— CricketMAN2 (@ImTanujSingh) April 11, 2022
গত মরশুমেও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে, তিনি আইপিএলে এখন পর্যন্ত সবথেকে দ্রুততম ডেলিভারিটি করেছিলেন। মালিক, যিনি নেট বোলার হিসাবে হায়দরাবাদ দলের অংশ ছিলেন, জম্মু কাশ্মীরের হয়ে আটটি টি-টোয়েন্টি এবং একটি লিস্ট এ ম্যাচ খেলেছেন এবং মোট চারটি উইকেট নিয়েছেন। কিন্তু তিনি জোরে বল করলেও তার লাইন লেংথ এখনও একেবারেই ঠিক নয়, তাই প্রতি ম্যাচে প্রচুর মার খাচ্ছেন তিনি। তবে হায়দরাবাদ তার ওপর ভরসা রাখছে। হায়দরাবাদের প্রতিটি ম্যাচেই তিনি ম্যাচে সবচেয়ে দ্রুততম বল করার পুরস্কার স্বরূপ ১ লক্ষ টাকার চেক নিজের পকেটে পুরেছেন। এমন করে এখনও অবধি আহামরি কোনও পারফরম্যান্স না করেও ৪ ম্যাচে ৪ লাখ টাকা কামিয়ে নিয়েছেন তিনি।
Umran Malik domination in the pace department. pic.twitter.com/IsvY07iloA
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 11, 2022
উমরান মালিক, জম্মুর গুজ্জর নগরের একটি সাধারণ পরিবার থেকে এসেছেন এবং সেখানেই তিনি ছোট বয়সে খেলা শুরু করে। তার পরিবার সবসময় তার বাবা, তার মা এবং দুই বড় বোন খেলার প্রতি তার আবেগকে সমর্থন করেছে।
২০২১ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলায়, মালিক সেই আইপিএলের দ্বিতীয় দ্রুততম ডেলিভারি করে সকলের নজরে পড়েন। তবে এখনও অনেক উন্নতির জায়গা রয়েছে তার।