SRH বনাম KKR, আজ হারলেই IPL 2023 থেকে বিদায় নাইটদের  

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ আইপিএলে (IPL 2023) মরণ বাঁচন ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) ঘরের মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। চলতি আইপিএলে ৯ টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে নাইটদের। এর মধ্যে মাত্র তিনটি ম্যাচে জয় পেয়েছে তারা। আজ যদি জয়ের মুখ দেখতে না পারে নীতিশ রানারা, তাহলে চলতি আইপিএলে প্রথম দল হিসেবে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে তাদের। সমসংখ‍্যক পয়েন্ট নিয়েও কিছুটা সুবিধাজনক জায়গায় রয়েছে এসআরএইচ, কারণ এইডেন মার্করমরা একটি ম্যাচ কম খেলেছে।

তুই দলের প্রথমবারের সাক্ষাতে হাই স্কোরিং ম্যাচ হয়েছিল ইডেন গার্ডেন্সে। শতরান করেছিলেন ইংল্যান্ডের তারকা হ্যারি ব্রুক। কিন্তু হায়দারাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে খুব হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা কম। স্পিনাররা হায়দরাবাদের পিচে সাহায্য পান। সেক্ষেত্রে টস জয়ী দল প্রথম ব্যাটিং করে নেওয়াটাই শ্রেয় বলে মনে করতে পারে।

আজ বরুণ চক্রবর্তী এবং সুয়াশ শর্মা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন কেকেআরের ক্ষেত্রে। হায়দরাবাদের মূল স্পিন অস্ত্র হয়ে উঠতে পারেন মায়াঙ্ক মারখান্ডে। ব্যাট হাতে হায়দারাবাদের সবচেয়ে বড় ভরসা হেনরিক ক্লাসেন। কেকেআরের ক্ষেত্রে গুরবাজ এবং রয়ের ওপেনিং জুটি টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে টুর্নামেন্টের মাঝ পথে।

সম্ভাব্য এসআরএইচ একাদশ: হ্যারি ব্রুক, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠি, এইডেন মার্করম, আব্দুল সামাদ, হেনরিক ক্লাসেন, ফিন অ্যালেন, ময়ঙ্ক মারখান্ডে, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, উমরান মালিক

সম্ভাব্য কেকেআর একাদশ: জেসন রয়, রহমানুল্লাহ গুরবাজ, ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা, রিঙ্কু সিং আন্দ্রে রাসেল, শার্দূল ঠাকুর, সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী, সুয়াশ শর্মা, উমেশ যাদব

 

সম্পর্কিত খবর

X