ওয়াশিংটন সুন্দর, অভিষেক শর্মাদের দাপটে অবশেষে জয়ের সরণিতে SRH, টানা চতুর্থ ম্যাচে হার ধোনিদের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজও জয়ের দেখা পেলো না চেন্নাই সুপার কিংস। চলতি আইপিএল-এ খারাপ সময় যেন পিছু ছাড়ছে না ধোনিদের। আইপিএল ২০২২-এ হারের হ্যাটট্রিক করা চেন্নাই সুপার কিংস আজ যখন চূড়ান্ত খারাপ অবস্থায় থাকা কেন উইলিয়ামসনদের মুখোমুখি হয়েছিল তখন অনেকেই আশা করেছিলেন যে আজ মরশুমে প্রথম জয়ের দেখা পাবে সিএসকে। কিন্তু সেই আশা সত্যি হলো না কারণ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৮ উইকেটে হারতে হলো গতবারের চ্যাম্পিয়নদের।

এইদিন পুনের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করে ১৫৪ রান তোলে চেন্নাই সুপার কিংস। ঋতুরাজ গায়কোয়াডের সাথে সাথে আজ ব্যর্থ হয়েছিলেন। ৪৮ রান করে ইনিংসকে টানেন মঈন আলী। তাকে কিছুটা সাহায্য করেন রায়ডু (২৭)। ধোনি আর শিবম দুবে ব্যর্থ হলেও জাদেজা ২৩ রান করে দলকে লড়াই করার মতো জায়গা দিয়ে দেন। দুরন্ত বোলিং করে ৪ ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট নেন।

moin ali 48

কিন্ত সিএসকে দেওয়া ১৫৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৭.৪ ওভারে মাত্র দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় হায়দরাবাদ। চলতি মরশুমে এটি ছিল তাদের প্রথম জয়। কোনও চেন্নাই সুপার কিংস বোলারই আজ কোনও প্রভাব ফেলতে পারেননি ম্যাচে।

আজকের ম্যাচের দুই ওপেনার অভিষেক শর্মা এবং কেন উইলিয়ামসনের মধ্যে একটি বড় পার্টনারশিপ ঘটে। উইলিয়ামসন খুব শ্লথ ইনিংস খেলে ৪০ বলে ৩২ রানে আউট হলেও নিজের অর্ধশতরান সম্পন্ন করেন অভিষেক। ৫০ বলে ৭৫ রান করে ব্রাভোর বলে আউট হন তিনি। ১৫ বলে ৩৯ রান করে হায়দরাবাদকে জয় এনে দেন রাহুল ত্রিপাঠি।


Reetabrata Deb

সম্পর্কিত খবর