দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ালো শ্রীলঙ্কা! নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার ১২ নিশ্চিত করলো এশিয়া কাপ জয়ীরা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: নামিবিয়ার বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম ম্যাচে হারের পর তাদের নিয়ে কম সমালোচনা হয়নি। এশিয়া কাপ জয়ী দল কিভাবে আফ্রিকার একটি অনামী দেশের কাছে পর্যদুস্ত হয়েছে সেই নিয়ে গোটা ক্রিকেট বিশ্ব চর্চায় মেতেছিল। সেই ঘটনা ঘটেছিল গত রবিবার। তার ঠিক চার দিন পরে আজ টানা দুই ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহী এবং নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার টুয়েলভের জন্য যোগ্যতা অর্জন করে ফেললো দাসুন শানাকার শ্রীলঙ্কা। যদিও তারা সুপার টুয়েলভে কোন গ্রুপে পড়বে তা ঠিক হবে সংযুক্ত আরব আমিরশাহী বনাম নামিবিয়া ম্যাচের ফলাফলের পরে।

গত ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীকে বড় ব্যবধানে হারিয়ে নিজেদের রানরেট অনেকটাই উন্নত করে নিয়েছিলেন শানাকারা। আজ নেদারল্যান্ডসকে হারাতেও বেশি সমস্যার মুখোমুখি পড়তে হয়নি তাদের। টস ভাগ্য আজ সহায় হয়েছিল শ্রীলঙ্কার। নিজেরা প্রথমে ব্যাট করে ডাচদের ১৬ রানের ব্যবধানে হারিয়েছেন কুশল মেন্ডিসরা।

আজকের ম্যাচে ব্যাট হাতে দ্বীপরাষ্ট্রের নায়ক হয়েছেন কুশল মেন্ডিস। পাওয়ার প্লে শেষ হওয়ার পর দ্রুত কিছু উইকেট হারালেও অপরদিকটা সামলে আক্রমণাত্মক ব্যাটিং করে গেছেন কুশল। একদম শেষ ওভার অবধি ক্রিজে ছিলেন তিনি। ভ্যান ডার গুগটেনের শিকার হয়ে যখন তিনি ফেললেন তখন তার নামের পাশে জ্বলজ্বল করছে ৪৪ বলে করা ৭৯ রানের ব্যক্তিগত স্কোর।

নিজের ইনিংসটি ৫ টি চার এবং ৫ টি ছক্কা দিয়ে সাজিয়েছিলেন কুশল মেন্ডিস। মাঝে আসালঙ্কা (৩১) এবং রাজাপক্ষ (১৯) তাকে কিছুটা সহায়তা করলেও দলের ইনিংসকে কার্যত একার হাতেই টেনেছেন শ্রীলঙ্কান ওপেনার। তার ব্যাটিং বিক্রমে ভর করে ২০ ওভার শেষে স্কোরবোর্ডে ১৬২ রান তুলতে পেরেছিল শ্রীলঙ্কা।

কল করতে নেমে নিয়মিত ব্যবধানে নেদারল্যান্ডসের উইকেট তুলতে থাকেন শ্রীলঙ্কান বোলাররা। নেদারল্যান্ডসের স্কোরবোর্ড এগোচ্ছিল ঠিকই কিন্তু গোটা ম্যাচে তারা একবারও ৩০ রানের বেশি একটি পার্টনারশিপ গড়তে পারেননি। নিয়মিত ব্যবধানে উইকেট হারানোর রানের গতিতে তার প্রভাব পড়েছিল। চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে যাওয়া থিকসেনা (২/৩২) এবং রয়‍্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হাসারাঙ্গা (৩/২৮) আজ দুর্দান্ত বোলিং করেন। শেষ পর্যন্ত কুড়ি ওভারে ১৪৬ রানের বেশি তুলতে পারেনি ডাচরা। আজকের দ্বিতীয় ম্যাচে নামিবিয়া সংযুক্ত আরব আমিরশাহীকে হারিয়ে দিলে টানা দুটি ম্যাচ জেতা সত্বেও রান রেটের কারনে সেদিকে যেতে হবে নেদারল্যান্ডসকে।

Reetabrata Deb

সম্পর্কিত খবর