পাকিস্তানকে হারিয়ে WTC টেবিলে ভারতকে টপকে গেল শ্রীলঙ্কা, বিধ্বস্ত দ্বীপরাষ্ট্রকে স্বস্তি দিচ্ছে ক্রিকেট

বাংলা হান্ট নিউজ ডেস্ক: দেশের অর্থনৈতিক স্থিতি স্বাধীনতার পর থেকে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সংগ্রহ করতে হিমশিম খাচ্ছেন। অগ্নিমূল্য বাজার, কোনও কিছুই আর সঠিক দরে পাওয়া যাচ্ছে না। অসহায়ের মত সাধারন মানুষ অপেক্ষা করছেন যে কবে পরিস্থিতি আবার স্বাভাবিক হবে, কিন্তু আসার কোনো আলো আপাতত দেখতে পাচ্ছেন না। শ্রীলঙ্কার এহেন পরিস্থিতিতে তাদের একমাত্র মুক্তির জায়গা হল ক্রিকেট। আর সাধারণ মানুষকে সেইটুকু স্বস্তি উপহার দিচ্ছেন ধনঞ্জয় ডি সিলভা, রমেশ ওয়ানিগামুনিরা।

এক মাসের মধ্যে দেশের মাটিতে দুটি গুরুত্বপূর্ণ টেস্ট জিতে শ্রীলঙ্কাকে টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে দুর্দান্ত জায়গায় নিয়ে এসেছেন করুণারত্নেরা। দেশের অর্থনৈতিক অবস্থার চূড়ান্ত সঙ্গিন। শ্রীলংকা ক্রিকেট দীর্ঘদিন ধরে নিজেদের উত্তরসূরিদের রেখে যাওয়া গৌরবকে বহন করতে পারছে না। কিছুদিন আগেই শ্রীলংকা ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে যে এশিয়া কাপ আয়োজন করার কথা থাকলেও দেশের যা পরিস্থিতি তার মধ্যে তারা এই হাইভোল্টেজ টুর্নামেন্ট আয়োজন করতে পারছেন না। এত সমস্যার মধ্যেও অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের বিরুদ্ধে দুটি ২ ম্যাচের টেস্ট সিরিজে পরপর দুবার টেস্ট সিরিজে পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক করলেন এঞ্জেলো ম্যাথিউজরা।

এর আগে জুন মাসের শেষ দিক থেকে শুরু হওয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ১০ উইকেট হারাতে হয়েছিল শ্রীলঙ্কাকে। কিন্তু দ্বিতীয় ম্যাচেই তারা ইনিংস এবং ৩৯ রানে জিতে সিরিজটি হাতছাড়া হওয়ার হাত থেকে বাঁচান। একের পর এক দুরন্ত পারফরম্যান্স করেছিলেন ওয়ানিগামুনি, চান্ডিমলরা। এবার জুলাই মাসের মাঝামাঝি থেকে শুরু হওয়া পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে প্রথম ম্যাচে ৪ উইকেটে হারার পর দ্বিতীয় ম্যাচে ২৪৬ রানের ব্যবধানে জয় পেলো শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে ১৪৭ রানের লিড পাওয়ার পর ধনঞ্জয় ডি সিলভার (১০৯) শতরানে ভর করে পাকিস্তানকে ৫০৭ রানের টার্গেট দেয় শ্রীলঙ্কা। বাবর আজমের (৮৬) চেষ্টা সত্ত্বেও নিখাত জয়সুরিয়া এবং রমেশ ওয়ানিগামুনির অসাধারণ বোলিংয়ের সামনে ২৬১ রানে অল-আউট হয়ে যায় পাকিস্তান।

এই জয়ের ফলে ভারতকে টপকে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠে এলো শ্রীলঙ্কা। ইংল্যান্ডের কাছে হারের পর ভারত টেবিলে চার নম্বরে ছিল। ভারত কিছুটা স্বস্তি পাবে কারণ শ্রীলঙ্কা যেহেতু পাকিস্তানকে হারিয়েছে তাই তারা তিন নম্বর স্থান থেকে সরাসরি ভারতের পেছনে ৫ নম্বর স্থানে নেমে গেছেন। বেশি পার্সেন্টেজ পয়েন্ট নিয়ে এক এবং দুই নম্বর স্থান দখলে রেখেছে দক্ষিণ আফ্রিকা (৭১.৪৩) এবং অস্ট্রেলিয়া (৭০)। ৫৩.৩৩ পার্সেন্টেজ পয়েন্ট নিয়ে তিন নম্বরে শ্রীলঙ্কা। ৫২.০৮ এবং ৫১.৮৫ পয়েন্ট নিয়ে চার এবং পাঁচ নম্বরে রয়েছে ভারত ও পাকিস্তান।

Reetabrata Deb

সম্পর্কিত খবর