জরুরি অবস্থা কাটলো না শ্রীলংকার

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি ধারাবাহিক বিস্ফোরণে রক্তে ভেসে গিয়েছিল শ্রীলংকা। প্রান গিয়েছে প্রায় ৩০০ মানুষের। সন্ত্রাসবাদীরা খ্রিষ্টানদের পবিত্র ইস্টারের দিন বোমা ফাটিয়ে সূচনা করেছিল মৃত্যু মিছিলের।

প্রেসিডেন্ট সিরিসেনা ইস্টার হামলার পর এই শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা করেছিল। শনিবার সে জরুরি অবস্থার মেয়াদ উত্তীর্ণ হওয়ার কথা ছিল।কিন্তু আবারও জরুরি অবস্থার মেয়াদ বাড়ালেন শ্রীলংকার প্রেসিডেন্ট সিরিসেনা মৈত্রীপালা।
6827b sri lanka pres
শ্রীলংকার স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ওই বোমা হামলার সাথে জড়িত থাকায় অধিকাংশ নেটওয়ার্ক ভেঙে দিতে সক্ষম হয়েছে শ্রীলঙ্কা সরকার। জঙ্গী হামলার হুমকি ও কমেছে তবে সন্দেহভাজনদের খোঁজে অভিযান চালানোর জন্য জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা সরকার।

জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর শ্রীলঙ্কার নিরাপত্তা বাহিনী আরো এক মাসের জন্য যেকোনো সন্দেহভাজন ব্যক্তি কে আদালতের নির্দেশ ছাড়াই আটক এবং জিজ্ঞাসাবাদ করতে পারবেন। উল্লেখ্য সেনাবাহিনী এখনো পর্যন্ত স্টার হামলার সন্দেহে শতাধিক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে।

শ্রীলংকার প্রেসিডেন্ট সিরিসেনা মৈত্রীপালা বলেন, “জনগণের নিরাপত্তার স্বার্থে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং জনগণের জরুরি সেবা ও সরবরাহ রক্ষণাবেক্ষণের জন্য জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়েছে।”

সম্পর্কিত খবর