শ্রীলঙ্কায় কোনও বোলার নেই, মরণ-বাঁচন ম্যাচের আগে হুঙ্কার বাংলাদেশ টিম ডিরেক্টরের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এশিয়া কাপে আজ গ্রুপ পর্বের মরণ-বাঁচন ম্যাচে একে অপরের মুখোমুখি হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। এই ম্যাচে যে দল জিতবে তারাই যোগ্যতা অর্জন করবে দ্বিতীয় রাউন্ডের। অন্য দলকে ফিরে যেতে হবে দেশে। তাই ক্রিকেটপ্রেমীরা আজকের ম্যাচের আসন্ন ফলাফল নিয়ে খুব উত্তেজিত হয়ে রয়েছেন। দুই দলই এখন অবধি একটা ম্যাচ খেলে নিজেদের সেরা ক্রিকেট খেলতে ব্যর্থ হয়েছে। তাই আজ যে ফিরতে মরিয়া দুই পক্ষই।

আজকের ম্যাচে নামার আগে মনস্তত্ত্বের লড়াইয়ে শুরু হয়ে গিয়েছে দুইপক্ষের মধ্যে। সাংবাদিক সম্মেলনে এসে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে তোপ দেগেছে। প্রথমে শ্রীলংকার সাংবাদিক সম্মেলনে অধিনায়ক দাসুন শানাকা সামনে প্রশ্ন রাখা হয়েছিল যে আফগানিস্তানের কাছে হারের পর তারা কি মনে করেন যে তারা বাংলাদেশকে আটকাতে পারবেন।

জবাবে শানাকা বলেছেন, “আফগানিস্তানের বোলিং অ্যাটাক ছিল বিশ্বমানের। একাধিক দুর্দান্ত ওদের দলে উপস্থিত ছিল। বাংলাদেশের ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম মোস্তাফিজুর এবং সাকিব-আল-হাসান ছাড়া ওদের কোন বোন নেই তাই প্রতিপক্ষ হিসেবে আমি মনে করি বাংলাদেশ আফগানিস্তানের চেয়ে অনেক বেশি সহজ প্রতিপক্ষ।”

এই মন্তব্যের পাল্টা দিতে দুবার ভাবতে হয়নি বাংলাদেশ টিম ডিরেক্টর খালেদ মাহমুদকে। তার সামনে এই প্রশ্ন তোলা হলে তিনি বলেন, “আমি জানিনা শনাকা এরকম কেন বলেছে। তবে বাংলাদেশের যদি দুজন বলার থাকে তাহলে তো বলতে হয় যে শ্রীলঙ্কায় কোনও বোলারই নেই। সাকিব এবং মুস্তাফিজুরের মত বিকল্প ওদের কাছে কোনওদিনই ছিল না সাম্প্রতিক অতীতে। তাই দল হিসেবে আমরা ওদের চেয়ে এগিয়ে।”

বাংলাদেশের টিম দিরেক্টর সরাসরি আক্রমণ করলেও অনেকটাই সংযত ছিলেন বাংলাদেশি স্পিনার মেহেদি হাসান। এই প্রসঙ্গ উঠলে তিনি বলেছেন যে, যে দলই ভালো হোক বা খারাপ হোক, মাঠে যারা ভালো খেলবে তারাই জয় পাবে এবং যাবতীয় প্রশ্নের জবাব তারা মাঠে নেমে দিতে চাইছেন বলে জানিয়েছেন বাংলাদেশি অফস্পিনার।


Reetabrata Deb

সম্পর্কিত খবর