বাংলাহান্ট ডেস্ক : সাধারন মানুষের বিক্ষোভের আগুনে জ্বলছে দ্বীপ রাষ্ট্র। আর্থিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কা (Sri Lanka)। এবার বিপদগ্রস্ত শ্রীলঙ্কাবাসীকে ফেলে পালিয়ে গেলেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে (Sri Lanka President Gotabaya Rajapaksa)। পরিবারে নিয়ে তিনি মালদ্বীপে লুকিয়ে আছেন বলেই অনুমান করছেন অনেকে। এমনও জানা যাচ্ছে, মালদ্বীপ (Maldives) নয়, ভারত অথবা দুবাইয়েই যেতে চেয়েছিলেন গোতাবায়া। কিন্তু সেই পরিকল্পনা ব্যর্থ হতেই একপ্রকার বাধ্য হয়েই মালদ্বীপে আশ্রয় নিলেন তিনি।
বুধবার ইস্তফা দেবেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া। এমনটাই জানিয়েছিলেন স্পিকার। কিন্তু তার আগেই দেশ ছেড়ে পালালেন রাজাপক্ষে। তিনি আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে নিজের পরিবারকে নিরাপদ স্থানে না নিয়ে যেতে পারলে ইস্তফা দেবেন না। এখন দেখার, গোতাবায়া দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর নিজের ইস্তফার কথা ঘোষণা করেন কিনা ।
শ্রীলঙ্কার নৌসেনা শিবিরে লুকিয়েছিলেন গোতাবায়া
আগের সপ্তাহের শেষের দিকে রাষ্ট্রপতি ভবনের দখল নেয় শ্রীলঙ্কার আম জনতা। পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যেতে পারে তা আগে থেকেই আঁচ করেন গোতাবায়া। তাই সুযোগ বুঝেই রাজপ্রাসাদ ছাড়েন তিনি। তারপর থেকে তাঁর আর কোনও সন্ধান ছিল না। এমনও শোনা গিয়েছিল যে তিনি শ্রীলঙ্কার নৌসেনা শিবিরে লুকিয়ে রয়েছেন। অবশেষে মঙ্গলবার রাতেই সেনা বিমানে দেশ ছেড়ে পালান গোতাবায়া। সঙ্গে ছিল তাঁর পরিবারের পাঁচ সদস্য। ছিলেন তিনজন কর্মীও। তাঁদের বিমান মালদ্বীপের রাজধানী মালেতে পৌঁছে গিয়েছে বলেই সূত্র মারফত খবর।
রাজাপক্ষের পদত্যাগের দাবিতে সরব হয় মানুষ
প্রসঙ্গত, শ্রীলঙ্কার (Sri Lanka crisis) অর্থনৈতিক পরিস্থিতির ক্রমশ আরও খারাপের দিকে যাচ্ছে। দেশের বর্তমান অর্থনৈতিক সংকটের জন্য দায়ি করে প্রেসিডেন্ট রাজাপক্ষের পদত্যাগের দাবিতে সরব হয় মানুষ। পরিস্থিতি সম্পুর্ণ হাতের বাইরে চলে যায় গত শনিবারই। সেদিন বেলা গড়ানোর সাথে সাথেই বাড়তে থাকে বিক্ষোভের তীব্রতা। প্রশাসন আটকাতে পারেনি উন্মত্ত জনতাকে।
রেল কর্তৃপক্ষকে বাধ্য করা হয় ট্রেন চালাতে যাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানী কলম্বোর প্রতিবাদ মিছিলে পৌঁছে যেতে পারে লক্ষ লক্ষ মানুষ। রাত বাড়তেই প্রেসিডেন্টের বাসভবন ঘিরে ফেলে বিক্ষুব্ধ জনতা। বিক্ষোভের উত্তাপ বাড়তেই নিরাপত্তারক্ষীরা গোতাবায়াকে সরিয়ে নিয়ে যায়। বিক্ষোভকারীদের হঠাতে শূন্যে গুলিও ছোঁড়া হয়। ছোঁড়া হয় কাঁদানে গ্যাসও। যদিও জনতাকে নিরস্ত্র করা সম্ভব হয়নি। সব মিলিয়ে পরিস্থিতি হয়ে ওঠ ভয়ংকর। অবশেষে কয়েকদিন লুকিয়ে থাকার পর বিপর্যস্ত দেশ ছেড়ে পালিয়ে গেলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতবায়া রাজাপক্ষে।