২৭ বছরের খরা কাটিয়ে নজির গড়ল শ্রীলঙ্কা! লজ্জার হারে “খারাপ রেকর্ড” ভারতের

বাংলা হান্ট ডেস্ক: ODI সিরিজে ভারতকে (India National Cricket Team) হারিয়ে নতুন ইতিহাস তৈরি করে ফেলল শ্রীলঙ্কা (Sri Lanka)। ৩ ম্যাচের ODI সিরিজে শ্রীলঙ্কা ভারতকে ২-০ ব্যবধানে হারিয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই জয়ে শ্রীলঙ্কার ২৭ বছরের খরার অবসান ঘটল। জানিয়ে রাখি যে, শ্রীলঙ্কা ১৯৯৭ সালের পর প্রথমবারের মতো ODI সিরিজে ভারতকে হারিয়েছে।

টিম ইন্ডিয়াকে (India National Cricket Team) হারিয়ে দিল শ্রীলঙ্কা:

বুধবারের এই ম্যাচে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৮ রান করে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে ২৬.১ ওভারে ১৩৮ রানে গুটিয়ে যায় ভারতীয় দল (India National Cricket Team)। ভারতের হয়ে সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস খেলেন অধিনায়ক রোহিত শর্মা। অপরদিকে শ্রীলঙ্কার পক্ষে ডুনিত ভেল্লালেজ নিয়েছেন ৫ উইকেট। এভাবে ভারতের বিপক্ষে নতুন রেকর্ড গড়লেন ভেল্লালেজ। ভারতের বিপক্ষে ODI-তে একাধিকবার ৫ উইকেট নেওয়ার দুর্দান্ত কীর্তি করেছেন ভেল্লালেজ। এর আগে ২০২৩ সালে ভারতের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন এই বোলার।

Sri Lanka won the ODI series by defeating India National Cricket Team.

অন্যদিকে, সিরিজ হেরে লজ্জার নজির গড়লেন রোহিত শর্মা। মূলত, শ্রীলঙ্কার বিরুদ্ধে ODI সিরিজ হেরে যাওয়া তৃতীয় ভারতীয় অধিনায়ক হয়েছেন রোহিত। এর আগে এই লজ্জাজনক রেকর্ড ছিল মোহাম্মদ আজহারউদ্দিন ও শচীন তেন্ডুলকারের। জানিয়ে রাখি যে, ৩ ম্যাচের এই সিরিজে স্পিনের বিপক্ষে ২৭ উইকেট হারিয়েছে ভারত (India National Cricket Team)। মেন্স ODI ইতিহাসে এই প্রথম ভারত স্পিনের বিরুদ্ধে ২০ টিরও বেশি উইকেট হারিয়েছে।

আরও পড়ুন: ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে শীর্ষে পৌঁছল Reliance! ১.৮৬ লক্ষ কোটির কর দিয়ে চমকে দিলেন আম্বানি

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপাক্ষিক ODI সিরিজ এই হেরেছেন ভারতীয় অধিনায়করা:
১৯৯৩ – মোহাম্মদ আজহারউদ্দিন
১৯৯৭ – শচীন তেন্ডুলকার
২০২৪ – রোহিত শর্মা

আরও পড়ুন: হবে না কোনও পরীক্ষা, কর্মস্থলও কলকাতায়! এই কেন্দ্রীয় সংস্থায় এবার কাজের সুযোগ, জারি বিজ্ঞপ্তি

ODI ম্যাচে স্পিনের বিপক্ষে ভারত সবচেয়ে বেশি উইকেট হারিয়েছে:
১. ১০ বনাম শ্রীলঙ্কা, ২০২৩ সালে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে
২. ৯ বনাম শ্রীলঙ্কা, ১৯৯৭ সালে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে
৩. ৯ বনাম শ্রীলঙ্কা, ২০২৪ সালে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে (প্রথম ODI)
৪. ৯ বনাম শ্রীলঙ্কা, ২০২৪ সালে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে (দ্বিতীয় ODI)
৫. ৯ বনাম শ্রীলঙ্কা, ২০২৪ সালে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে (তৃতীয় ODI)


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর